গ্লোবাল বাজারে লঞ্চ হল নতুন Motorola Edge 60 Neo 5G স্মার্টফোন, দেখে নিন দাম এবং স্পেসিফিকেশন

Motorola তাদের ‘এজ 60’ সিরিজের অধীনে নতুন Edge 60 Neo স্মার্টফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করেছে। ভারতের বাজারে এই সিরিজের Motorola Edge 60, Edge 60 Stylus, Edge 60 Fusion এবং Edge 60 Pro স্মার্টফোনগুলি সেল করা হয়। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে Edge 60 Neo স্মার্টফোনটি 12GB RAM সহ ইউরোপের বাজারে পেশ করা হয়েছে। ভবিষ্যতে ভারতের বাজারেও লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Edge 60 Neo স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।

Motorola Edge 60 Neo ফোনটি একটি কম্প্যাক্ট 5G স্মার্টফোন। এই স্মার্টফোনটিতে 1200 × 2670 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। LTPO pOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 3000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্মার্টফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কর্নিং Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.6GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক Dimensity 7400 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই মিড বাজেট রেঞ্জের চিপসেট কোম্পানির Edge 60 এবং Moto G86 Power স্মার্টফোনেও রয়েছে।

ফটোগ্রাফির জন্য Motorola Edge 60 Neo স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল LYT700C সেন্সর এবং 120° এফওভি সহ 13 মেগাপিক্সেল ultra-wide অ্যাঙ্গেল লেন্স এবং 10 মেগাপিক্সেল 3x Telephoto সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Edge 60 Neo 5G স্মার্টফোনটিতে 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। জানিয়ে রাখি আগের এজ 50 নিয়ো মডেলটি 4,310mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছিল। তাই নতুন স্মার্টফোনের ব্যাটারি সাইজ বড় মনে হচ্ছে। অন্যদিকে এই সিরিজের ভ্যানিলা Edge 60 মডেলটি ভারতে 5,500mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল।

Motorola Edge 60 Neo 5G স্মার্টফোনটিতে 68W टটার্বো চার্জিং এবং 15W wireless চার্জিং ফিচার দেওয়া হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য স্মার্টফোনটিতে IP68 + IP69 রেটিং রয়েছে। একইসঙ্গে মজবুতির জন্য স্মার্টফোনটি MIL-STD 810H সার্টিফাইড।

ইউরোপের বাজারে Motorola Edge 60 Neo 5G স্মার্টফোনটি 399 ইউরো দামে লঞ্চ করেছে। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 41 হাজার টাকা রাখা হয়েছে। তবে ভারতের বাজারে স্মার্টফোনটি 20 হাজার টাকা দামে লঞ্চ করা হতে পারে। যারা অসাধারণ ডিসপ্লে এবং ক্যামেরা পছন্দ করেন, এই স্মার্টফোনটি তাদের নিরাশ করতে পারে। যেসব ইউজাররা 20 হাজার টাকা বাজেট রেঞ্জে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, সেইসব ইউজারদের জন্য বড় ব্যাটারি সহ OPPO K13 এবং realme P4 স্মার্টফোনটিও একটি ভালো অপশন হবে।

realme P4 স্মার্টফোনটিতে 7,000এমএএইচ ব্যাটারি রয়েছে। এই স্মার্টফোনটিতে 144হার্টস রিফ্রেশ রেট সহ 6.77 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। সম্প্রতি এই বাজেট রেঞ্জে ভারতে নতুন Tecno Pova Slim স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। স্মার্টফোনটিতে 144Hz রিফ্রেশ রেট এবং 4500nits ব্রাইটনেস সহ Curved AMOLED ডিসপ্লে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here