8 জিবি র‍্যাম, 64 মেগাপিক্সেল ক‍্যামেরা ও 4,000 এম‌এএইচ ব‍্যাটারীওয়ালা Realme X2 পাওয়া যাবে ওপেন সেলে, এখন কিনুন যখন ইচ্ছা

টেক কোম্পানি Realme কিছু দিন আগে ঘোষণা করেছিল তাদের নতুন ফোন Realme X50 5G আগামী 7 জানুয়ারি লঞ্চ করবে। এবার কোম্পানির কয়েক দিন আগে লঞ্চ হ‌ওয়া Realme X2 সম্পর্কে একটি নতুন তথ্য পাওয়া গেছে। শোনা গেছে ই-কমার্শিয়াল ওয়েবসাইট ফ্লিপকার্টে Realme X2 ফোনটি ওপেন সেলের জন্য পেশ করা হয়েছে। পোস্টার অনুযায়ী ফ্লিপকার্টে এখন ডিভাইসটি 24×7 সেল করা হবে।

আরও পড়ুন : BSNL রিভাইসড করল তাদের 666 টাকা দামের প্রিপেইড প্ল‍্যান, প্রতিদিন 3 জিবি ডেটার সঙ্গে পাওয়া যাবে আরও অনেক বেনিফিট

তবে কোম্পানি জানায়নি Realme X2 কতদিনের জন্য ফ্লিপকার্টে 24×7 সেল করা হবে। এর আগে কোম্পানির পক্ষ থেকে Realme X2 ফোনটি 20 ডিসেম্বর প্রথমবার সেলের জন্য পেশ করা হয়েছিল।

ফ্লিপকার্টের মতোই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটেও এই ফোনটি কেনার জন্য আর অপেক্ষা করতে হবে না। Realme X2 এর সবচেয়ে ছোট ভেরিয়েন্ট 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরির সঙ্গে 16,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এক‌ইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্ট 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিসহ 18,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। Realme X2 এর সবচেয়ে বড় ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি আছে এবং এই ভেরিয়েন্টটি কোম্পানি 19,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

আরও পড়ুন : লঞ্চ হল OPPO A91 এবং OPPO A8, কম দামের সঙ্গে পাওয়া যাবে অসাধারণ স্পেসিফিকেশন

ক‍্যামেরা ডিটেইলস

Realme X2 তে Samsung ISOCELL Bright GW1 টেকনোলজি ব‍্যবহার করা হয়েছে। এই টেকনোলজির সাহায্যে 9216 × 6912 পিক্সেল রেজলিউশনযুক্ত আল্ট্রা হাই পিক্সেল ইমেজ ক‍্যাপচার করা যায়। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে চারটি ক‍্যামেরা সেন্সর আছে। Realme X2 এর কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর আছে।

এর সঙ্গে Realme X2 তে এফ/2.25 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের‌ই ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Realme X2 তে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : No. 1 Mi Fan Sale: Redmi Note 7 Pro এবং Redmi K20 Pro এর সঙ্গে Xiaomi এর বেশ কিছু প্রোডাক্টে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়

Realme X2 স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Realme X2 ফোনটি 91.9 স্ক্রিন টু বডি রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যার মধ্যে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লে আছে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দেওয়া হয়েছে। এই ফোনের ফ্রন্ট ও রেয়ার উভয় প‍্যানেল সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 5 ব‍্যবহার করা হয়েছে।

Realme X2 ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত কালার ওএস 6.1 এর সঙ্গে পেশ করা হয়েছে যা 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 8 এন‌এম টেকনিকে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 618 জিপিইউ দেওয়া হয়েছে। ভারতীয় মার্কেটে Realme X2 ফোনটি 4 জিবি, 6 জিবি ও 8 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে।

আরও পড়ুন : Samsung এর ধামাকা : আনতে চলেছে 144 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন

Realme X2 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। এই ফোনে সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে VOOC Flash Charge 4.0 টেকনিকযুক্ত  30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে যা ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে চার্জ করা যায়। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনের ব‍্যাটারী মাত্র 30 মিনিটের মধ্যে 67 শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here