6000mAh ব‍্যাটারী ও 64MP ক‍্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল সস্তা Moto G9 Power, সমস‍্যায় পড়তে পারে Samsung

মোটোরোলা সম্পর্কে গত মাসে খবর পাওয়া গিয়েছিল কোম্পানি ভারতে Moto G 5G ও Moto G9 Power নামে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এর মধ্যে মোটো জি 5জি ফোনটি কোম্পানি ইতিমধ্যে ভারতে পেশ করে দিয়েছে। আজ মোটোরোলা তাদের Moto G9 Power ফোনটিও ভারতে লঞ্চ করেছে। এই ফোনটি ফ্লিপকার্ট এক্সক্লুসিভ করা হয়েছে এবং ফ্লিপকার্টের মাধ্যমেই সেল করা হবে।

আরও পড়ুন: অনেক চমক নিয়ে মার্কেটে এল সস্তা 5G স্মার্টফোন Vivo Y25s, জেনে নিন দাম

ডিসপ্লে ও ডিজাইন

কোম্পানির পক্ষ থেকে Moto G9 Power এ 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.7 ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে যা এইচডিআর 10 সাপোর্ট করে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে ডিসপ্লের ওপরের বাঁদিকের কোণায় পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে স্কোয়ার শেপে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ অবস্থিত। এই ক‍্যামেরা সেট‌আপে তিনটি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে একটি এল‌ইডি ফ্ল‍্যাশ লাইট আছে।

শক্তিশালী ব‍্যাটারী

Moto G9 Power এর সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনের ব‍্যাটারী ব‍্যাক‌আপ। কোম্পানি এই ফোনে 22 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এম‌এএইচের ব‍্যাটারী যোগ করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব‍্যাটারী 60 ঘন্টা পর্যন্ত কাজ করতে সক্ষম। কানেক্টিভিটি ফিচার হিসেবে এতে ওয়াইফাই 802.11 এসি, ব্লুটুথ 5, এন‌এফসি, ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5 এম‌এম অডিও জ‍্যাক ও 4জি এলটিই আছে।

আরও পড়ুন: লঞ্চের আগে জেনে নিন Nokia 5.4 এর ফুল স্পেসিফিকেশন

ক‍্যামেরার কামাল

ফোটোগ্রাফির জন্য Moto G9 Power এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটসহ 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো সেন্সর ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা লেন্স দেওয়া হয়েছে।

হার্ডওয়্যার

Moto G9 Power ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 662 চিপসেটে রান করে। এছাড়া এই ফোনে 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

আরও পড়ুন: Exclusive: ভারতে শুরু হল Samsung এর সবচেয়ে পাতলা স্মার্টফোন Galaxy F62 এর প্রোডাকশন, শীঘ্রই হবে লঞ্চ

দাম

ভারতে Moto G9 Power ফোনটি 4 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিসহ পেশ করা হয়েছে। এই ফোনটি 11,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে যা আগামী 15 ডিসেম্বর দুপুর 12টা থেকে সেল করা হবে। এই ফোনটি শুধুমাত্র শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে। ব‍্যাঙ্ক অফার হিসেবে HDFC ব‍্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে EMI করলে 1,750 টাকার ছাড়, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব‍্যাঙ্কের ক্রেডিট কার্ডে 5 শতাংশের ছাড় এবং আরও আকর্ষণীয় অফার পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here