লঞ্চের আগে জেনে নিন Nokia 5.4 এর ফুল স্পেসিফিকেশন

নোকিয়া ব্র‍্যান্ডের স্মার্টফোন প্রস্ততকারী কোম্পানি এইচ‌এমডি গ্লোবালের আগামী স্মার্টফোন Nokia 5.4 সম্পর্কে দীর্ঘদিন ধরে বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে। যদিও কোম্পানি এখনও পর্যন্ত ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে কিছুই জানায়নি। কিন্তু ক্রমাগত খবরের চোটে এবার মনে হচ্ছে ফোনটি লঞ্চ হতে আর খুব বেশি দেরি নেই। এবার একটি নতুন লিকের মাধ্যমে Nokia 5.4 এর সম্পূর্ণ স্পেসিফিকেশন জানা গেছে।

আরও পড়ুন: Vivo Y30 এখন আরও শক্তিশালী, কোম্পানি লঞ্চ করল 6GB র‍্যাম ভেরিয়েন্ট

টেক ওয়েবসাইট MySmartPrice টিপস্টার সুধাংশুর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই খবর জানিয়েছে। রিপোর্ট অনুযায়ী Nokia 5.4 এ 6.39 ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে প‍্যানেল দেওয়া হবে। তবে এই ফোনে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হবে নাকি পাঞ্চ হোল ডিসপ্লে তা এখনই বলা সম্ভব নয়। এই ফোনটির ডায়মেনশন 160.97 × 75.99 × 8.70 এম‌এম হবে এবং ওজন হবে 182 গ্ৰাম। কোম্পানি এই ফোনটি ব্লু ও পার্পল কালার ভেরিয়েন্টে পেশ করবে।

এছাড়া Nokia 5.4 এ কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 662 চিপসেট দেওয়া হবে। এই ফোনে 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

আরও পড়ুন: ভারতে লঞ্চ হল 8GB RAM যুক্ত Vivo Y51, জেনে নিন দাম ও ফিচার

Nokia 5.4 এ দুটি সিম কার্ড ও একটি মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হবে। এই ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে কোম্পানির কাস্টম ইউআই থাকবে। ফোনের ব‍্যাক প‍্যানেলে সিকিউরিটির জন্য রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে।

ফোটোগ্রাফির জন্য Nokia 5.4 এর ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর থাকবে। সেলফির জন্য Nokia 5.4 এ 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী যোগ করা হবে বলে জানা গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here