জুন মাসে লঞ্চ হবে পাঞ্চ হোল ডিসপ্লে ও 48 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা Motorola One Vision, জেনে নিন দাম

লেনোভো কোম্পানির মালিক কোম্পানি মোটোরোলা ভারতে তাদের নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি তাদের Motorola One Vision আগামী মাসে অর্থাৎ জুন মাসে ভারতে লঞ্চ করতে পারে। আমরা জানতে পেরেছি কোম্পানি তাদের জুন মাসের ইভেন্টের জন্য মিডিয়া ইনভাইট পাঠাতে চলেছে।

আলাদা ধরনের ক‍্যামেরার সঙ্গে এই ফোনগুলি তৈরি করেছে নিজের পরিচয়

এই ইভেন্টের মঞ্চে কোম্পানি তাদের পাঞ্চ হোল ডিসপ্লেওয়ালা Motorola One Vision ভারতে লঞ্চ করবে। এই ফোনটি কয়েক দিন আগে ভারতের ভিআইএস ওয়েবসাইটে স্পট করা হয়েছিল। এই ফোনে কোম্পানি নতুন নাইট ভিশন মোড যোগ করেছে, যা লো লাইট ফোটোগ্ৰাফিতে সাহায্য করবে।

ভারতীয় দাম
Motorola One Vision ভারতে 25,000 টাকার কাছাকাছি দামে লঞ্চ করা হতে পারে। এর আগে ফোনটি সৌদি আরব ও থাইল্যান্ডে লঞ্চ করা হয়েছে, যেখানে এর দাম প্রায় 23,300 টাকার সমান। তবে ব্রাজিলে ফোনটি BRL 1,999 (প্রায় 34,400 টাকা) দামে সেল করা হচ্ছে।

পাকিস্তানের থেকেও কম মোবাইল ইন্টারনেট স্পীড পাওয়া যাচ্ছে ভারতে, পড়ে গেল গ্লোবাল র‍্যাঙ্ক

স্পেসিফিকেশন
Motorola One Vision এ 21:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.3 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে যার স্ক্রিন রেজলিউশন 1080 × 2520 পিক্সেল। এছাড়া এই ফোনে 2.2 গিগাহার্টস অক্টাকোর Exynos 9606 প্রসেসর আছে। এতে 4 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্ৰাফির জন্য Motorola One Vision এর ব‍্যাক প‍্যানেলে ডুয়েল ফ্ল‍্যাশের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর ও 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সিং লেন্স দেওয়া হয়েছে। এতে সেলফি ও ভিডিও কলিঙের জন্য 25 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

11 জুন ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M40, সুন্দর লুকের সঙ্গে এতে থাকবে অসাধারণ স্পেসিফিকেশন

কানেক্টিভিটির জন্য এতে 4জি এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ 5.0, এ-জিপিএস, গ্লোনাস,।ইউএসবি টাইপ সি, 3.5 এম‌এম অডিও জ‍্যাক, এন‌এফসি ও ডুয়েল সিম (হাইব্রিড) দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 3,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে এবং এই ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 9 পাই কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here