আলাদা ধরনের ক‍্যামেরার সঙ্গে এই ফোনগুলি তৈরি করেছে নিজের পরিচয়

গত বছর ভিভো তাদের পপ আপ ক‍্যামেরাওয়ালা ভিভো নেক্স লঞ্চ করেছিল। এরপর এলো ওপ্পোর ফাইন্ড এক্স। এই দুটি ফোন যথেষ্ট সমালোচিত হতে থাকে এবং এরপর ধারণা করা হয় মোবাইল কোম্পানিগুলি তাদের ক‍্যামেরা সেগমেন্টে ইনোভেশন আনতে চলেছে। গত বছর অর্থাৎ 2018 সালে তেমন কিছু না হলেও 2019 সালে কিছু স্টাইলিশ ফোন লঞ্চ করা হয়েছে। পপ আপ ক‍্যামেরার সঙ্গে ভিভো ভি15 প্রো, ভিভো ভি15, ওয়ানপ্লাস 7 প্রো, ওপ্পো এফ11 প্রো ও ওপ্পো এফ11 সহ বেশ কিছু ফোন লঞ্চ হয়। কিন্তু এমন‌ও কিছু স্মার্টফোন দেখা যায় যার ক‍্যামেরা সেগমেন্ট একটু অন্য ধরনের এবং ফোনগুলি যথেষ্ট জনপ্রিয়তাও লাভ করে। সবচেয়ে বড়ো কথা এইসব ফোনগুলির মধ্যে কয়েকটি ইতিমধ্যে ভারতে লঞ্চ করা হয়েছে এবং কয়েকটি খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে। চলুন জেনে নেওয়া যাক এইসব আলাদা ধরনের ক‍্যামেরাওয়ালা স্মার্টফোনগুলি সম্পর্কে।

Oppo Reno

ওপ্পো এর মধ্যে ভারতে তাদের রেনো সিরিজের দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি রেনো স্ট‍্যান্ডার্ড এডিশন ছাড়াও রেনো 10এক্স জুম এডিশন মডেল‌ও পেশ করেছে এবং এই দুটি ফোন‌ই তাদের ইউনিক ক‍্যামেরা সেট‌আপের জন্য বিখ্যাত। এই ফোনের বডির ভেতরে পপ আপ সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফ্রন্ট ক‍্যামেরা অন করলে এই ক‍্যামেরা ফোন বডির বাইরে বেরিয়ে আসে। তবে এই পপ আপ সাধারণ পপ আপের থেকে একটু অন্য ধরনের, ত্রিকোণ আকারের। অনেকটা জলের উপর ভাসা হাঙ্গরের পাখনার মতো দেখতে। এই কারণে কোম্পানি একে “শার্ক ফিন” নাম দিয়েছে। দুটি ফোনেই এই ক‍্যামেরা দেখা যাবে।

Samsung Galaxy A80

কোম্পানি Samsung Galaxy A80 থাইল্যান্ডে লঞ্চ করেছে এবং খুব তাড়াতাড়ি ভারতেও লঞ্চ করা হবে। এই ফোনে স্লাইড আউট রোটেটিং ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ধরনের ডিজাইন এই প্রথম কোনো কোম্পানি পেশ করলো। Samsung Galaxy A80 তে সেলফি ক‍্যামেরা দেওয়া হয়নি, বরং এই ফোনের ফ্রন্ট ক‍্যামেরা অন করলে রেয়ার ক‍্যামেরাই ওপরে উঠে ফ্রন্ট ক‍্যামেরার কাজ করবে। তাই ফ্রন্ট ও ব‍্যাক ক‍্যামেরায় তোলা ফোটো একরকমের‌ই হবে।

ASUS Zenfone 6

ASUS Zenfone 6 ফোনটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে। এই ফোনটির ক‍্যামেরাও যথেষ্ট অত‍্যাধুনিক। কোম্পানি এই ফোনে ফ্লিপ ক‍্যামেরা যোগ করেছে। এই ফোনে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে এবং ফ্রন্ট ক‍্যামেরা অন করলে এই ক‍্যামেরা সেট‌আপ‌ই ফ্লিপ হয়ে সামনে চলে আসে। এই ক‍্যামেরা সেট‌আপ ম‍্যানুয়ালিও কন্ট্রোল করা যায়। অর্থাৎ ক‍্যামেরা ফ্লিপ করার সময় মাঝখানে যে কোনো জায়গায় থামিয়ে দেওয়া যায়। আবার ভিডিও শুট করার সময় ফোন স্থির রেখে শুধুমাত্র ক‍্যামেরা মুভ করা যায়। এতে মোশন ট্র‍্যাকার‌ও আছে। এই অপশন অন করলে ক‍্যামেরা নিজে থেকেই ঘুরে সাবজেক্টকে ট্র‍্যাক করে।

Oppo Find X

কোম্পানি Oppo Find X ফোনটি গত বছর লঞ্চ করেছিল। কিন্তু এখন‌ও এই ফোনটি নিয়ে সমালোচনা হয়ে থাকে। এই ফোনে মোটরাইজড ক‍্যামেরা দেওয়া হয়েছে এবং এই ফোনেই প্রথম এধরনের টেকনোলজি ব‍্যবহার করা হয়েছে। এখনও পর্যন্ত Oppo Find X তার ইনোভেটিভ ডিজাইনের জন্য সুপরিচিত। এই ফোনের ফ্রন্ট ও ব‍্যাক উভয় ক‍্যামেরা স্লাইডার প‍্যানেলে দেওয়া হয়েছে যা ফোন বডির মধ্যে লুকানো থাকে এবং ক‍্যামেরা অন করলে বাইরে বেরিয়ে আসে। Oppo Find X এর ক‍্যামেরা ম‍্যানুয়ালি খোলা ও বন্ধ করা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here