Jio, Airtel আর Vodafone idea সরকারের তরফ থেকে পেলো বড়সড় স্বস্তি, জানুন সম্পূর্ণ ঘটনা

ইন্ডিয়ান Telecom Sector এ উপস্থিত কোম্পানি Jio, Airtel আর Vodafone Idea অনেক বড়ো স্বস্তি পেয়েছে। আসলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তত্বাবধানে বুধবার হ‌ওয়া মন্ত্রীমন্দলের বৈঠকে টেলিকম সেক্টারের জন্য একটি স্বস্তির প‍্যাকেজের অনুমতি দিয়েছে। এই স্বস্তির প‍্যাকেজে টেলিকম কোম্পানি‌গুলিকে AGR বকেয়া দেওয়ার উপরে চার বছরের সময় দেওয়া হয়েছে। এই টুকুই না এছাড়া অটোমেটিক রুট থেকে আসা টেলিকম সেক্টারে 100 শতাংশ বিদেশি নিবেশ কেও অনুমতি দিয়েছে। এই সিদ্ধান্তটিকে নিয়ে আশা করা হচ্ছে যে টেলিকম কোম্পানি‌গুলির চিন্তা বহু পরিমাণে কমে যাবে।

100 শতাংশ প্রত‍্যক্ষ বিদেশি নিবেশের (FDI) অনুমতি

এজিআর এ স্বস্তি দেওয়ার সাথেই সরকার টেলিকম সেক্টারে 100 শতাংশ প্রত‍্যক্ষ বিদেশি নিবেশের (FDI) অনুমতি দিয়েছে। আপনাকে বলে দিই যে এই সেক্টারে আগেও 100 শতাংশ এফডিআই এর অনুমতি ছিল। কিন্তু অটোমেটিক রুট থেকে শুধুমাত্র 49% এফডিআই এর অনুমতি পাওয়া যেত, যার ফলে বেশিরভাগ নিবেশের জন্য সরকারের অনুমতি নিতে হতো। এখন অটোমেটিক রুট (Automatic Rout) থেকে 100 শতাংশ এফডিআই এর অনুমতি পাওয়া গেছে। এর ফলে সরাসরি টেলিকম কোম্পানি গুলির সুবিধা হবে।

AGR বকেয়া দেওয়া‌র জন্য 4 বছরের সময় পাওয়া গেছে

অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ (AGR) এর বকেয়া টাকা মেটানোর জন্য টেলিকম কোম্পানি গুলি এখন 4 বছরের সময় পেয়েছে। যদি কোম্পানি এই সময়ে সম্পূর্ণ বকেয়া না মেটায় তাহলে সরকারের কাছে বকেয়া টাকার বদলে কোম্পানিতে অংশিদারি‌র অপশন থাকবে। আশা করা হচ্ছে যে এর ফলে এজিআর বকেয়া সম্পর্কে কোম্পানি গুলির ভয় শেষ হয়ে যেতে পারে। আসলে সরকার এজিআর এর অর্থ বদলানোর‌ও সিদ্ধান্ত নিয়েছে। নন-টেলিকম রেভিনিউ এজিআর এ থাকবে না।

মোবাইল বিলে এর কি প্রভাব পড়বে

এক্সপার্ট‌দের অনুযায়ী বেল‌আউট প‍্যাকেজ আর রিফর্মের উপায় থেকে টেলিকম ইন্ডাস্ট্রির মুশকিল শেষ হয়ে যাবে। অথচ ইউজারদের মোবাইল বিল বা রিচার্জে কম হ‌ওয়ার আশা নেই। কিন্তু এটাও ভাবা হয়েছে যে এর ফলে ইউজারদের মোবাইল বিলের বৃদ্ধি পাওয়া আপাতত বন্ধ হয়ে যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here