ভারতে আসছে Jio এর 5G, ঘোষণা করল মুকেশ আম্বানি

ভারতীয় টেলিকম সেক্টরের রূপ বদলে দেওয়ার পর রিলায়েন্স জিও এবার ভারতের সবচেয়ে সস্তা 5জি ফোনে কাজ করছে যার দাম 2,500 টাকারও কম হবে। এবার কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে যে আগামী বছরের মাঝামাঝি জিও 5জি নেটওয়ার্ক পেশ করে দেওয়া হবে। তবে কোনো নিশ্চিত তারিখের উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন: লঞ্চের আগে জেনে নিন Nokia 5.4 এর ফুল স্পেসিফিকেশন

কবে আসবে 5G?

মনে করা হচ্ছে প্রতি বছরের মতো আগামী বছর আগস্ট মাসে অনুষ্ঠিত হতে চলা কোম্পানির বার্ষিক সাধারণ সভা (AGM) এর মঞ্চে 5জি পরিষেবা লঞ্চ করা হবে। এবিষয়ে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল কমেন্ট পাওয়া যায়নি। মুকেশ আম্বানি একটি বক্তব্যে জানিয়েছেন রিলায়েন্স জিও 2021 সালের দ্বিতীয় কোয়ার্টারে 5জি পরিষেবা লঞ্চ করার পরিকল্পনা করছে। তবে এর জন্য কোম্পানির নীতি পরিবর্তন ও বিভিন্ন ক্রিয়াকলাপ আরও দ্রুত করার দরকার। যদিও পরিষেবা সস্তা ও সুলভ না করা হলে সাধারণ মানুষের কাছে পৌছানো সম্ভব হবে না।

জানিয়ে রাখি কয়েক মাস আগে আমেরিকার সেন ডিয়েগোতে আয়োজিত একটি ভার্চুয়াল ইভেন্টে কোম্পানি তাদের 5জি পরিষেবার প্রদর্শন করে। এই ইভেন্টে রিলায়েন্স জিওর প্রেসিডেন্ট ম‍্যাথিউ ওমান বলেন কোয়ালকম ও রিলায়েন্সের সাবসিডিয়ারি রেডিসিসের সঙ্গে মিলে কোম্পানি 5জি টেকনোলজিতে কাজ করছে যাতে খুব তাড়াতাড়ি ভারতে 5জি লঞ্চ করা যায়।

আরও পড়ুন: Exclusive: ভারতে শুরু হল Samsung এর সবচেয়ে পাতলা স্মার্টফোন Galaxy F62 এর প্রোডাকশন, শীঘ্রই হবে লঞ্চ

পাওয়া যাবে 1GBps পর্যন্ত স্পীড

এই ইভেন্টের পর ভারতের নাম সেইসব দেশের লিস্টে জুড়ে গেছে যারা তাদের ইউজারদের 1 জিবিপিএস পর্যন্ত ইন্টারনেট স্পীড দিতে সক্ষম। বর্তমানে আমেরিকা, সাউথ কোরিয়া, অষ্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ও জার্মানি তাদের গ্ৰাহকদের 1 জিবিপিএস পর্যন্ত ইন্টারনেট স্পীড দিতে সক্ষম হয়েছে।

মেড ইন ইন্ডিয়া 5G

এই বছর 15 জুলাই রিলায়েন্স ইন্ডাস্ট্রির সাধারণ সভায় রিলায়েন্স জিওর মালিক মুকেশ আম্বানি 5জি টেকনোলজি উদ্ভাবনের কথা ঘোষণা করেন। বিভিন্ন দেশীয় ম‍্যাটেরিয়াল তৈরি করা এই টেকনোলজি সামনে এনে তিনি বলেন 5জি স্পেকট্রাম চালু হলেই রিলায়েন্স জিও 5জি টেকনোলজিরটেস্টিং শুরু করে দেবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here