প্রতি সপ্তাহে ইউজাররা OTT প্ল্যাটফর্মে নতুন রিলিজ হওয়া ওয়েব সিরিজ এবং সিনেমা গুলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। তাই আমরা আপনাদের প্রতি সপ্তাহে নতুন OTT রিলিজ সম্পর্কে তথ্য দিয়ে থাকি। এই সপ্তাহটিও OTT দর্শকদের জন্যও দুর্দান্ত হতে চলেছে। কারণ এই সপ্তাহে Jubliee থেকে শুরু করে Hunger এর মতো একাধিক দুর্দান্ত সিনেমা এবং সিরিজ স্ট্রিম হতে চলেছে। এই পোস্টে আপনাদের এই সপ্তাহের OTT রিলিজ এবং কোন প্ল্যাটফর্মে এইসব সিনেমা এবং সিরিজ গুলি স্ট্রিম হবে সেই বিষয়ে জানানো হল। আরও পড়ুন: দেখে নিন 15 হাজারের বাজেটের সেরা 5G ব্যান্ড সাপোর্টেড স্মার্টফোনের তালিকা
এই সপ্তাহের নতুন OTT রিলিজ
- Jubliee
- Romancham
- Byomkesh O Pinjrapol
- IRL In Real Love
- BEEF
- HUNGER
Jubliee
এই সিরিজের কাহিনি মুম্বাইয়ের সিনেমা জগতের তারকাদের ভিড়ের মাঝে মদন কুমার নামের এক তারকার স্বপ্নপূরণের কাহিনি এর প্লট 1947 সালের সময়ের। Jubliee ওয়েব সিরিজটি Prime Video তে দুই ভাগে মুক্তি পাবে। প্রথমটি 7 এপ্রিল এবং দ্বিতীয়টি 14 এপ্রিল স্ট্রিম হবে। এছাড়া এর প্রথম পর্বে থাকবে 5টি পর্ব। যেখানে এক সপ্তাহ পর দ্বিতীয় পর্বে মাত্র 6 টি থেকে 10 টি পর্ব করা হবে।
- ‘Jubilee’-এর প্রথম পার্ট প্রাইম ভিডিওতে মুক্তি পাবে 7 এপ্রিল।
- ‘Jubilee’তে অলোক অরোরা সহ সিদ্ধান্ত গুপ্তা, নন্দীশ সান্ধু এবং রাম কাপুরের মতো তারকারা অভিনয় করেছেন।
Romancham
এটি মালায়ালাম ভাষার একটি কমেডি হরর ফিল্ম যা জিতু মাধব নিজেই লিখেছেন এবং পরিচালনা করেছেন। এই সিনেমার কাহিনি 2007 সালে বেঙ্গালুরুতে বসবাসকারী সাতজন অবিবাহিত ব্যক্তির জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা দ্বারা অনুপ্রাণিত।
- এই সিনেমাটি 7 এপ্রিল Disney Plus Hotstar এ মুক্তি পাবে।
- এই সিনেমায় অভিনয় করেছেন সৌবিন শাহির, অর্জুন অশোকন, অবিন বিনো, সাজিন গোপু ও সিজু সুন্ন।
Byomkesh O Pinjrapol
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘চিরিয়াখানা’ অবলম্বনে নির্মিত ক্রাইম ড্রামা মিস্ট্রি সিরিজ Byomkesh O Pinjrapol এই সপ্তাহে মুক্তি পেতে চলেছে। এই সিনেমায় অনির্বাণ ভট্টাচার্য প্রাইভেট গোয়েন্দা সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর প্রধান ভূমিকায় অভিনয় করছেন, আর সুব্রত দত্ত লেখক অজিত কুমার ব্যানার্জির ভূমিকায় অভিনয় করছেন, যিনি ব্যোমকেশের বন্ধু এবং সাথী।এই সিরিজটি জনপ্রিয় শো ব্যোমকেশের অষ্টম সিজনের একটি অংশ।
- 7 এপ্রিল Hoichoi-এ মুক্তি পাচ্ছে Byomkesh O Pinjrapol
- এই সিনেমায় অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, ঋদ্ধিমা ঘোষ, ভাস্বর চ্যাটার্জি, বাবু দত্ত রায়, মৈত্রী ব্যানার্জি, দরবার শর্মা প্রমুখ।
IRL: In Real Love
এটি একটি হাই-ভোল্টেজ রিয়েল-লাইফ ড্রামা সিরিজ। এই ওয়েব সিরিজে চারজন সিঙ্গেল প্রেমের সন্ধানে রয়েছে।আসলে এটি একটি ভার্চুয়াল সোশ্যাল এক্সপেরিমেন্ট যেখানে চারজন সিঙ্গেল সত্যিকারের প্রেমের সন্ধানে রয়েছে। IRL: In Real Love সিরিজে
রণবিজয় সিংহ ও গওহর খানকে দেখা যাবে।
- IRL: In Real Love 6 এপ্রিল থেকে Netflix-এ স্ট্রিম করা হবে।
- এই সিরিজে Rannvijay Singha Gauahar khan অভিনয় করেছেন।
BEEF
BEEF একটি মজার কমেডি-ড্রামা সিরিজ যেখানে স্টিভেন ইয়ুন এবং আলি ওয়াং প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। এই সিরিজটি লি সুং জিন তৈরি করেছেন এবং এটি Netflix এ স্ট্রিম করা যেতে পারে।
- BEEF সিরিজে অভিনয় করেছেন স্টিভেন ইয়ুন, আলি ওয়াং, জোসেফ লি, ইয়াং ম্যাজিনো এবং ডেভিড চো।
- এই কমেডি ড্রামা সিরিজটি 6 এপ্রিল Netflix এ মুক্তি পেয়েছে।
Hunger
Hunger একটি রোমাঞ্চকর ড্রামা সিরিজ, যা ফাইন ডাইনিং ইন্ডাস্ট্রির উপর আধারিত। এই সিরিজটি বাবুর্চি Aoi এর জীবন কাহিনি দেখানো হয়েছে যিনি পরিবারের স্থানীয় স্টির-ফ্রাইড নুডলস রেস্তোরাঁ চালান।
- Hunger 8 এপ্রিল Netflix এ মুক্তি পাবে।
- এই সিরিজটিতে অভিনয় করেছেন চুটিমন চুয়েংচারোয়েনসুকিং, নোপাচাই জায়নামা, গুন স্বস্তি, ভূমিভাত থাওরানসিরি, ভারিত লিসাওয়ান প্রমুখ।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন