সেপ্টেম্বর মাস অর্ধেক পেরিয়ে গেছে এবং ইতিমধ্যে ভারতের বাজারে এক ডজনেরও বেশি নতুন স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে। তবে ফোন লঞ্চের এই জোয়ার এখনই কমছে না। এই সপ্তাহে অর্থাৎ 15 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত ভারতে বেশ কিছু নতুন স্মার্টফোন লঞ্চ করা হবে। মিড বাজেট সেগমেন্টের এইসব ফোনগুলি 15 হাজার থেকে 25 হাজার টাকার রেঞ্জে পেশ করা হবে। এই পোস্টে এইসব আপকামিং ফোনগুলির ডিটেইলস শেয়ার করা হল।
এই সপ্তাহে লঞ্চ হবে এইসব স্মার্টফোন
Motorola Edge 50 Neo
লঞ্চ ডেট: 16 সেপ্টেম্বর
দাম: 21,999 টাকা (সম্ভাব্য)
এই আপকামিং Motorola ফোনটি MIL810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন এবং IP68 সহ পেশ করা হবে। বাইরের মজবুতির সঙ্গে সঙ্গে এই ফোনের ইন্টারনাল পাওয়ারও হবে দেখার মতো। ফোনটিতে 8GB RAM এর সঙ্গে সঙ্গে MediaTek Dimensity 7300 প্রসেসর যোগ করা হবে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.4 ইঞ্চির LTPO ডিসপ্লে, 50MP রেয়ার ক্যামেরা এবং 32MP সেলফি ক্যামেরা দেওয়া হবে। এছাড়াও পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 68W ফাস্ট চার্জিং সহ 4,310mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
Infinix Zero 40 5G
লঞ্চ ডেট: 18 সেপ্টেম্বর
দাম: 16,999 টাকা (সম্ভাব্য)
বিভিন্ন AI ফিচার সহ Infinix Zero 40 5G ফোনটি ভারতে আগামী 18 সেপ্টেম্বর লঞ্চ করা হবে। এই ফোনটির দাম 20 হাজার টাকার মধ্যে হতে পারে। এই ফোনে 12GB RAM এর সঙ্গে MediaTek Dimensity 8200 প্রসেসর যোগ করা হবে। এতে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 6.74-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য এতে 108MP রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। একইভাবে পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং এবং 20W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
HONOR 200 Lite
লঞ্চ ডেট: 22,999 সেপ্টেম্বর
দাম: 16,999 টাকা (সম্ভাব্য)
50MP Selfie Camera এবং 108MP Back Camera সহ গ্লোবাল বাজারে লঞ্চের পড় এবার HONOR 200 Lite ফোনটি ভারতে লঞ্চ হতে চলেছে। এই ফোনটির দাম 25 হাজার টাকা পর্যন্ত হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে MediaTek Dimensity 6080 প্রসেসরের সঙ্গে 8GB RAM এবং 8GB Virtual RAM যোগ করা হবে। এতে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.7-ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য Honor 200 Lite ফোনে 35W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500mAh ব্যাটারি দেওয়া হবে।
LAVA Blaze 3 5G
লঞ্চ ডেট: 19 সেপ্টেম্বর
দাম: 11,499 টাকা (সম্ভাব্য)
LAVA Blaze 3 5G ফোনটি অফার সহ 9,999 টাকা দামে সেল করা হবে। ফোনটির লঞ্চ প্রাইস 11,499 টাকা রাখা হতে পারে। এতে 6GB RAM এর সঙ্গে MediaTek Dimensity 6300 প্রসেসর থাকবে। এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হতে পারে। এই ফোনে 90Hz রিফ্রেশ রেটযুক্ত 6.56 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে।