লঞ্চের আগেই দেখুন স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 ও গ‍্যালাক্সি এস10 প্লাসের লাইভ ইমেজ, দেখে অবাক হতে হয়

স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 সিরিজ সম্পর্কে গত বছর থেকেই বিভিন্ন তথ্য সামনে আসছে। আগামী মাসের 20 তারিখ অর্থাৎ 20 ফেব্রুয়ারি কোম্পানি সমস্ত লিকের বিরাম ঘটিয়ে এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ করে দেবে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানি এই সিরিজে গ‍্যালাক্সি এস10 লাইট, গ‍্যালাক্সি এস10, গ‍্যালাক্সি এস10+ ও গ‍্যালাক্সি এস10 সেরামিক লঞ্চ করতে পারে।

ডিটিএইচ চ‍্যানেলের দাম নিয়ে সমস্যা? সাহায্য করবে এই অ্যাপ

স‍্যামসাঙের পক্ষ থেকে এখনও পর্যন্ত এবিষয়ে কিছু জানানো হয়নি তবে বিভিন্ন লিকের মাধ্যমে অনেক তথ্য সামনে এসেছে। এবার গ‍্যালাক্সি এস10 ও গ‍্যালাক্সি এস10 প্লাসের লাইভ ইমেজ অনলাইন এসে গেছে। এই ইমেজের মাধ্যমে ডিভাইসের লুক ও ডিজাইন সম্পর্কে ধারণা করা যায়।

কিছু দিন আগে স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 ও গ‍্যালাক্সি এস10+ এর লাইভ ইমেজ সামনে আসে, যেখানে সুরক্ষিত ক্রিপটোকারেন্সি দেখা গেছিল। এবার নতুন ইমেজ থেকে ডিভাইসের ডিজাইন সম্পর্কে ধারণা করা যায়। দুটি ডিভাইসের ফ্রন্টে পাঞ্চ হোল ক‍্যামেরা থাকবে। তবে একটিতে সিঙ্গেল পাঞ্চ হোল ক‍্যামেরা থাকবে এবং অপরটিতে ডুয়েল পাঞ্চ হোল ক‍্যামেরা থাকবে। সিঙ্গেল পাঞ্চ হোল ক‍্যামেরা গ‍্যালাক্সি এস10 এ ও ডুয়েল পাঞ্চ হোল ক‍্যামেরা গ‍্যালাক্সি এস10 প্লাসে থাকবে। নিচে চ‌ওড়া চিন দেখা যাচ্ছে।

এক্সক্লুসিভ : আগামী সপ্তাহে লঞ্চ হবে লাভার প্রথম নচ ডিসপ্লেওয়ালা ফোন, এতে থাকবে 3 জিবি র‍্যাম ও 13 এমপি ক‍্যামেরা, দাম হবে মাত্র 9,999 টাকা

এর ব‍্যাক প‍্যানেলে হরাইজন্টাল শেপে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে, এর সঙ্গে ফ্ল‍্যাশ ইউনিট ও নিচে স‍্যামসাঙের ব্র‍্যান্ডিং থাকবে। নিচের প‍্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট, স্পীকার গ্ৰিল, 3.5 এম‌এম জ‍্যাক ও মাইক্রোফোন থাকবে।

এর আগের রিপোর্ট অনুযায়ী গ্যালাক্সি এস10 এ 5.8 ইঞ্চির ডিসপ্লে ও গ‍্যালাক্সি এস10 প্লাসে 6.1 ইঞ্চির ডিসপ্লে থাকবে। দুটি ফোন সম্পর্কেই বলা হচ্ছে এতে স‍্যামসাঙের নিজস্ব এক্সনোস 9820 8 এন‌এম এস‌ওসি থাকবে।

ভারতে আসতে চলেছে 48 এমপি ক‍্যামেরা ও 6 জিবি র‍্যামযুক্ত রেডমি নোট 7, চমকে দেবে সবাইকে
স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 এবং গ‍্যালাক্সি এস10+ সম্পর্কে বলা হচ্ছে এই ফোন মডেল 3ডি ফেশিয়াল আইডেন্টিফিকেশন ফিচার হবে এবং ফোনের ক‍্যামেরা 3ডি সেন্সিং টেকনিকযুক্ত হবে। রিপোর্ট অনুযায়ী স‍্যামসাঙের এই আগামী ফোনের জন্য ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি কোয়ালকম ও সিনেপটিক্স কোম্পানি বানাচ্ছে এবং ফোনের 3ডি ক‍্যামেরা ইজরায়েলি কোম্পানি মেন্টিস ভিশন বানাচ্ছে।

এখনও স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 ও গ‍্যালাক্সি এস10+ সম্পর্কে অনেক খবর আসবে। তবে মনে করা হচ্ছে স‍্যামসাং তাদের এই ফোন অনেক অ্যাডভান্স টেকনিকের সঙ্গে লঞ্চ করবে, যা শুধু আইফোন 10 কে মআত দেবে না বরং স্মার্টফোন জগতে নতুন টেকনোলজির রাস্তা খুলে দেবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here