18 বছরের কম বয়সী ইউজারদের Mobile SIM card আর দেওয়া হবে না, জেনে নিন বিস্তারিত

Airtel, Jio, Vi এবং BSNL ভারতে এই চারটি টেলিকম কোম্পানি অ্যাক্টিভ আছে এবং দেশের কোটি কোটি জনতা এই চারটি মোবাইল কোম্পানির নাম্বার ব্যবহার করে। প্রতিদিন লক্ষাধিক নতুন মোবাইল নাম্বার ইসু করা হয় এবং নতুন মোবাইল নাম্বার চালু করা হয়। নিজের ইউজারদের সুবিধার জন্য মিনিমাম ডকুমেন্টে সিম কার্ড প্রদান করার চেষ্টা করে কোম্পানি গুলি, যাতে কোম্পানির ইউজার বেস আর‌ও দ্রুত বাড়ানো যায়। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে সিম কার্ডের জনি নতুন নিয়ম চালু করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী 18 বছরের কম কাস্টমারদের সিম কার্ড বিক্রি করা যাবে না।

SIM card-এর নিয়ম পরিবর্তন হওয়ার পর কিছু ইউজারদের সিম কার্ড নেওয়ার জন্য সুবিধা হয়ে গেছে, আবার কিছু ইউজার নতুন সিম কার্ড পাবে না। এই নিয়মের সবথেকে বড় আপডেট হলো 18 বছরের কম বয়সী কোনো কাস্টমার কোনো কোম্পানির সিম কার্ড কিনতে পারবে না। এয়ারটেল, রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া এবং BSNL কোম্পানি গুলি নিজেদের সিম কার্ড 18 বছরের কোনো ব্যক্তিকে বিক্রি করতে পারবে না

এই ইউজাররা পাবে না নতুন SIM

সেপ্টেম্বর 2021-এ ক্যাবিনেটের অ্যাপ্রুভ করা টেলিকম রিফর্ম অনুযায়ী DoT অর্থাৎ ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের নিয়মে এই তিনটি পরিস্থিতি‌তে কাস্টমারদের নতুন সিম কার্ড প্রদান করা হবে না।

1. টেলিকম ডিপার্টমেন্ট অনুযায়ী কোনো কোম্পানি 18 বছরের কম বয়সী‌দের সিম কার্ড প্রদান করবে না।
2. নিয়ম অনুযায়ী কোনো মানসিক রোগীদের নতুন সিম দেওয়া হবে না।
3. Aadhaar based e-KYC না করা ইউজারদের সিম কার্ড দেওয়া হবে না।

Online SIM Apply

সরকার সিম কার্ডের নিয়মে পরিবর্তন করে 18 বছরের কম ব্যক্তিদের অসুবিধায় ফেলেছে। আবার 18 বছরের বেশি ব্যক্তিদের সিম কার্ড কেনার পদ্ধতি আরও সোজা করে দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী যেকোনো ভারতীয় নাগরিক ঘরে বসেই নতুন সিম কার্ডের অ্যাপ্লাই করতে পারবে। Online SIM Apply-এর পর SIM Card বাড়িতেই ডেলিভারি কড়া হবে।

নতুন সিমের জন্য প্রয়োজন Aadhaar based e-KYC

নতুন সিম কার্ড নেওয়া যেমন সাধারণ জনতার জন্য সহজ হয়ে গেছে, এর সাথেই এই প্রক্রিয়ার জন্য কোনো মোবাইল শপ বা রিটেইল স্টোরে আর যেতে হবে না। New Mobile Connection অর্থাৎ নতুন সিম নেওয়ার জন্য UIDAI-এর Aadhaar বেস্ড e-KYC সার্ভিস করতে হবে। এই প্রসেসে মোবাইল ইউজারদের 1 টাকা দিতে হবে এবং এছাড়া কোনো ফোটো অথবা আইডি দোকানে দিতে হবে না। ডিজিলকারে যেকোনো ডকুমেন্ট এই কেওয়াইসিতে ব‍্যবহার করা যাবে এবং KYC-এর কাজ অনলাইনে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here