তাদের পরবর্তী লো বাজেট সেগমেন্টের জন্য Nokia প্রস্তুত, আনতে চলেছে অত‍্যন্ত সস্তা 4G ফোন Nokia 1.4

গত বছর মার্চ মাসে নোকিয়া অ্যান্ড্রয়েড ‘গো’ ভার্সনের সঙ্গে লো বাজেট সেগমেন্টে Nokia 1.3 স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার খবর পাওয়া গেছে কোম্পানি এই সস্তা ফোনটির আগামী ভার্সন Nokia 1.4 নামে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এম‌এসপির একটি নতুন রিপোর্টে ফোনটি ফুল স্পেসিফিকেশনসহ শেয়ার করা হয়েছে এবং বলা হয়েছে ভারতে ফোনটি 8,000 টাকার কম দামে পেশ করা হতে পারে।

আরও পড়ুন: Exclusive : ভারতে আসছে Mi 11 ও Redmi Note 10 সিরিজ, দেখে নিন Xiaomi এর পরিকল্পনা

স্পেসিফিকেশন

এম‌এসপির রিপোর্ট অনুযায়ী, Nokia 1.4 ফোনটিতে 6.51 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হবে। লো বাজেটের এই ফোনে ওয়াটারড্রপ নচ দেওয়া হতে পারে। রিপোর্টে বলা হয়েছে Nokia 1.4 এর ডায়মেনশন হবে 116.42 × 76.72 × 8.70 এম‌এম।

প্রসেসিঙের জন্য Nokia 1.4 এ 1.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়াড কোর প্রসেসর দেওয়া হবে এবং এতে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম থাকবে বলে জানা গেছে। তবে ফোনের চিপসেট সম্পর্কে কিছু জানা যায়নি। রিপোর্ট অনুযায়ী Nokia 1.4 ফোনটিতে 1 জিবি র‍্যামসহ 16 জিবি মেমরি থাকবে। এই ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 128 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

আরও পড়ুন: Amazon – Flipkart থেকে শপিঙের সময় জোচ্চুরির হাত থেকে বাঁচাবে এই 5টি বিষয়, আর হবে না ঠকতে

ফোটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। Nokia 1.4 এর ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 8 মেগাপিক্সেলের প্রাইমারি ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর থাকবে বলে জানা গেছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে।

Nokia 1.4 ফোনটি 4জি ভোএলটিই ও ডুয়েল সিমের সঙ্গে লঞ্চ করা হবে। ওয়াইফাই, ব্লুটুথ ও অন‍্যান‍্য বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এই ফোনে 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক দেওয়া হবে। সিকিউরিটির জন্য Nokia 1.4 এ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী যোগ করা হবে। মার্কেটে ফোনটি ব্লু ও গ্ৰে কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here