সুন্দর ডিজাইন ও 4G VoLTE কানেক্টিভিটির সঙ্গে লঞ্চ হল Nokia 110 4G এবং Nokia 105 4G

নোকিয়া কোম্পানির স্মার্টফোন ও ফিচার ফোন প্রস্ততকারী কোম্পানি এইচ‌এমডি গ্লোবাল এক সঙ্গে দুটি নতুন ফিচার ফোন লঞ্চ করেছে। কোম্পানির লেটেস্ট ফোনদুটি Nokia 110 4G এবং Nokia 105 4G নামে পেশ করা হয়েছে এবং নাম থেকেই বোঝা যাচ্ছে এই ফোন দুটি 4জি ফিচার ফোন। ফোন দুটি সুন্দর ডিজাইন, কালার ডিসপ্লে ও দীর্ঘমেয়াদি ব‍্যাটারি লাইফের সঙ্গে মার্কেটে উপস্থিত জিওফোন ও জিওফোন 2 কে কড়া টক্কর দেবে বলে মনে করা হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক Nokia 110 4G এবং Nokia 105 4G এর ডিটেইলস সম্পর্কে।

Nokia 110 4G এবং Nokia 105 4G এর ফিচার ও স্পেসিফিকেশন

কোম্পানির Nokia 110 4G এবং Nokia 105 4G দুটি ফিচার ফোনেই 1.8 ইঞ্চির QVGA কালার ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনদুটি Series 30+ OS এ কাজ করে। এই ফোনদুটিতে জুম ইন মেনু ফিচারের মতো উল্লেখযোগ্য ফিচার আছে। এছাড়া এতে রিড‌ আউট ফিচার আছে, যার সাহায্যে ইউজার ফোনের টেক্সট শুনতে পারবেন। দুটি ফোনেই 4জি ভোএলটিই সাপোর্ট করে।

Nokia 110 4G এবং Nokia 105 4G উভয় ফিচার ফোনে Unisoc T107 চিপসেট, 128 এমবি র‍্যাম ও 48 এমবি স্টোরেজ রয়েছে। ফোনগুলির মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 32 জিবি পর্যন্ত বাড়ানো যায়। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ফোন দুটিতে 1,020 এম‌এএইচের ব‍্যাটারি আছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী, এই ব‍্যাটারি 18 ঘন্টার ব‍্যাক‌আপ দিতে সক্ষম। Nokia 110 4G এর ব‍্যাক প‍্যানেলে একটি ক‍্যামেরা সেন্সর‌ও যোগ করা হয়েছে। উভয় ফোনে ওয়‍্যারলেস এফ‌এম রেডিও, টর্চ ও গেম সাপোর্ট করে। এছাড়া এতে 3.5 এম‌এম অডিও জ‍্যাক ও ইউএসবি 2.0 পোর্ট আছে।

Nokia 110 4G এবং Nokia 105 4G এর দাম

Nokia 110 4G ফোনটি কোম্পানি 39.90 ইউরো অর্থাৎ প্রায় 3,600 টাকা দামে লঞ্চ করেছে। এক‌ইভাবে Nokia 105 4G ফোনটির দাম রাখা হয়েছে 34.90 ইউরো অর্থাৎ 3,100 টাকার কাছাকাছি। মার্কেটে Nokia 110 4G ফোনটি ব্ল‍্যাক, ইয়েলো এবং এক্কা এবং Nokia 105 4G ফোনটি ব্ল‍্যাক, ব্লু ও রেড কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here