বাটন ফোনেই পাওয়া যাবে ইন্টারনেট সার্ভিস! লঞ্চ হল নতুন Nokia 125 4G এবং Nokia 108 4G

কিছু দিন আগে গ্লোবাল মার্কেটে Nokia 110 4G (2024) স্মার্টফোন লঞ্চ হয়েছে। এবার কোম্পানির পক্ষ থেকে Nokia 125 4G (2024) এবং Nokia 108 4G (2024) নামের দুটি নতুন ফিচার ফোন পেশ করা হয়েছে। এই দুটি বাটন ফোনেই ইন্টারনেট ব্যাবহার করা যাবে। HMD এর তৈরি করা এই দুটি ফোনের ডিটেইলস নিচে শেয়ার করা হল।

ডিজাইন

Nokia 125 4G (2024) এবং Nokia 108 4G (2024) ফোনে টি9 কীপ্যাড রয়েছে। ফ্রন্ট প্যানেলে ওপরের দিকে চওড়া বেজল সহ স্ক্রিন এবং নিচের দিকে বাটন প্যাড রয়েছে। Nokia 125 4G ফোনের ব্যাক প্যানেলে সার্কুলার শেপে ক্যামেরা সেটআপ রয়েছে, অন্যদিকে Nokia 108 4G ফোনে কোনো ক্যামেরা নেই। Nokia 125 4G ফোনটিতে আকর্ষণীয় nano-patterned ceramic কোটিং দেওয়া হয়েছে।

ফিচার

Nokia 125 4G এবং Nokia 108 4G ফোনের 2024 মডেলে 2 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। উভয় ফোনের স্ক্রিন TFT LCD প্যানেল দিয়ে তৈরি।

এই দুটি ফোনেই 128MB RAM রয়েছে। এর সঙ্গে 64MB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই স্টোরেজের সাহায্যে এই ফোনে 2000 কন্ট্যাক্ট সেভ করে রাখা যায়।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনগুলি HD phone calls সহ মোবাইল। এই বাটন ফোনে ইন্টারনেট কানেকশন ব্যাবহার করে কল করা যায়, ফলে নেটওয়ার্ক দুর্বল হলেও কথা বলতে সমস্যা হবে না।

পাওয়ার ব্যাকআপের জন্য Nokia 108 4G (2024) ফোনে 1450mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং Nokia 125 4G (2024) ফোনে 1000mAh ব্যাটারি রয়েছে। উভয় ফোনের বাত্তীর‍্য দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম এবং ব্যাটারি ফোন থেকে বের করাও যায়।

এই দুটি নতুন ফিচার ফোনে Cloud Apps service যোগ করা হয়েছে। এর সাহায্যে ইউজাররা ওয়েসার, নিউজ এবং ভিডিও দেখতে পারবেন।

বিনোদনের জন্য এই ফোনগুলিতে FM radio এবং MP3 player দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে নোকিয়ার ক্লাসিক স্নেক গেম যোগ করা হয়েছে।

Nokia 108 4G (2024) ফোনটি Black এবং Cyan কালার অপশনে পেশ করা হয়েছে। অন্যদিকে Nokia 125 4G (2024) ফোনটি Titanium এবং Blue কালার অপশনে সেল করা হবে।

কোম্পানির পক্ষ থেকে আপাতত এই দুটি ফোনের দাম এবং সেল সম্পর্কে কিছু জানানো হয়নি। নভেম্বর মাসের শুরুর দিকেই এই ফোনের গ্লোবাল সেল শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here