ইন্ডিয়াতে স্মার্টফোনের বাম্পার বিক্রি হওয়ার একটি বড়ো অংশ এখনো 4জি স্মার্টফোন থেকে দূরে আছে আর এই লোক গুলি 2জি ফিচার ফোনের ব্যবহার করে। এরকম লোকদের 4G তে আপগ্রেড করার জন্য জিও কয়েক বছর আগে নিজের 4G ফিচার ফোন পেশ করেছিল। আবার এখন খবর সামনে এসেছে যে ফিনল্যান্ডের মোবাইল ফোন নির্মাতা কোম্পানি HMD গ্লোবাল জলদিই নতুন নোকিয়া ফিচার ফোন Nokia 400 আনতে চলেছে। বিশেষ কথা হলো যে এই নোকিয়া ফিচার ফোনটি গুগলের অ্যান্ড্রয়েড (Android) অপারেটিং সিস্টেমের সাথে আসবে। অথচ নোকিয়া 400 এর।সম্পর্কে বহু দিন ধরে লিক এবং তথ্য আসা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আরো একবার এই ফোনের সম্পর্কে খবর আসতে শুরু করেছে।
আসলে নোকিয়া 400 এর নতুন হ্যান্ডস অন ভিডিও আগে অ্যান্ড্রয়েড রনিং ফিচার ফোন কাছ থেকে দেখিয়েছিল। ভিডিও দেখানো হয়েছে যে ফোনটি আম ফিচার ফোনের থেকে আলাদা না। এতে একটি ছোটো ডিসপ্লে, একটি TO কিপ্যাড, একটি রিমুভেবল ব্যাক প্যানেল আর একটি ম্যাট পলি কার্বোনেট বডি আছে। ফোনে নোকিয়া ফিচার ফোন সম্পর্কিত অধিকাংশ পুরোনো জিনিস দেখা যাবে।
ভিডিও অনুযায়ী Nokia 400 হোম স্ক্রিনে দেখতে পাওয়া বহু অ্যাপের সাথে Google অ্যাসিস্টেন্টও সাপোর্ট করে। আইকন ট্রেতে আপনার কাছে Google ক্রোম ব্রাউজার, ইউটিউব, শেয়ার আর ক্যামেরা আইকন আছে। অ্যাপ কালেকশন খোলার জন্য মাঝে একটি বাটন দেওয়া আছে। অ্যাপ ড্রয়ারে আগে থেকে ইন্সটল করা এয়ারটেল অ্যাপ আর অন্যান্য অ্যাপ যেমন ফাইল ম্যানেজার, ক্যালকুলেটর, ক্লক, গ্যালারি আছে। Nokia 400 Android 8.10 Oreo 512MB RAM এ চলে।
এই নোকিয়া ডিভাইসকে গত বছর ব্লুটুথ আর ওয়াইফাই সার্টিফিকেশনে পাওয়া গিয়েছিল। এছাড়া কিছু রিপোর্টে সামনে এসেছিল যে ফোনে LTE সাপোর্ট তো পাওয়া যাবে কিন্তু এটি একটি স্মার্টফোন হবে না বরং এটি একটি নোকিয়া ফিচার ফোন হবে। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 8.1 এ কাজ করবে। এর সাথেই এতে টাচস্ক্রিন এর বদলে ফিজিক্যাল বাটন দেওয়া থাকবে।
বলে দিই যে যেদিন থেকে এইচএমডি গ্লোবাল নোকিয়ার মালিকানা অধিকার পেয়েছে তার পর থেকে কোম্পানি স্মার্টফোনের সাথে ফিচার ফোনে বিশেষ মনোযোগ দিচ্ছে। এর আগে কোম্পানি নোকিয়া 205, নোকিয়া 3310 আর নোকিয়া 8110 সহ বহু ফিচার ফোন লঞ্চ করেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন