শীঘ্রই লঞ্চ হতে পারে এইসব Nokia এবং HMD ফোন ও ট্যাবলেট, দেখে নিন লিস্ট

আগামী দিনে HMD ভারত সহ অন্যান্য মার্কেটে তাদের নতুন 4G এবং 5G ফোন পেশ করতে পারে। একই সাথে Nokia কোম্পানিও তাদের ফোন বাজারে আনবে বলে জানিয়েছে। কোম্পানি একটি ট্যাবলেট নিয়েও কাজ করছে বলে জানা গেছে। এই ট্যাবলেটটিকে শীঘ্রই বাজারে পেশ করা হতে পারে। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Nokia এবং HMD এর ফোন এবং ট্যাবলেটের লিস্ট (লিক)

টিপস্টার মুকুল শর্মা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে Nokia এবং HMD এর ফোন সম্পর্কে তথ্য শেয়ার করেছেন।

  • লিক অনুযায়ী Nokia 3210 4G ফোনটি শীঘ্রই বাজারে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি স্কুবা ব্লু, গ্রেজ ব্ল্যাক এবং Y2K গোল্ড কালারে পেশ করা হতে পারে বলে জানা গেছে।
  • লিস্টের পরবর্তী ডিভাইসের নাম Nokia 225 4G। এই ফোনটি পিঙ্ক এবং ডার্ক ব্লু কালারে আসতে পারে।
  • টিপস্টারের পোস্টে Nokia 235 4G ফোনের লঞ্চ সম্পর্কে উল্লেখ করা হয়েছে।
  • HMD ব্র্যান্ডের T21 ট্যাবলেটও কোম্পানি লঞ্চ করতে পারে। অফিসিয়াল ব্র্যান্ড টিজারেও এই ট্যাবলেটিকে দেখা গেছে।
  • HMD Pulse+ ফোনটি 6GB RAM এবং 12GB স্টোরেজ সহ লঞ্চ হতে পারে বলে জানানো হয়েছে। এতে 6.56 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। কোম্পানি ফোনটিকে মিডনাইট ব্লু কালারে পেশ করতে পারে।
  • লিস্টে HMD Pulse Pro ফোনেটিকেও দেখা গেছে, ওপরে উল্লিখিত ফোনটির প্রো ভার্সন হিসেবে এই ফোনটি আসতে পারে।
  • HMD Pulse Pro ফোনটি 6GB RAM এবং 12GB স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে।
  • ফোনটিকে টোয়াইলাইট পার্পল, ব্ল্যাক অসিয়ান এবং গ্লবিয়ার গ্রিন এই তিনটি কালারে পাওয়া যেতে পারে।
  • এছাড়াও টিপস্টার পোস্টে HMD Legend, Legend+, Legend Pro এই তিনটি ফোন লঞ্চ সম্পর্কে শেয়ার করেছেন।
  • এই লিকের পর এই সমস্ত ডিভাইস সম্পর্কে ব্র্যান্ডের পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে।

জানিয়ে রাখি টিপস্টার TDRA সার্টিফিকেশন সাইটে এই HMD Pulse Pro ফোনটি নিয়ে পোস্ট করেছেন। এই এইচএমডি ফোনটিকে TA-1595 মডেল নাম্বার সহ দেখা গেছে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে আর কিছুই জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here