ভারতে আগামী মাসে লঞ্চ হবে Nokia Smart TV, চলে এল প্রথম লুক

গত মাসে খবর পাওয়া গেছিল স্মার্টফোন জগতের অন‍্যতম বড় কোম্পানি Nokia ভারতের স্মার্ট টেলিভিশন মার্কেটে পা রাখতে চলেছে। শোনা গেছে ভারতের ক্রমবর্ধমান টেলিভিশন মার্কেটের কথা মাথায় রেখে Nokia ব্র‍্যান্ডের স্মার্ট টেলিভিশন ভারতে লঞ্চ করা হবে। ইতিমধ্যে ভারতে Xiaomi এর সঙ্গে সঙ্গে OnePlus ও Motorola এর মতো বড় কোম্পানি স্মার্ট টেলিভিশনের ক্ষেত্রে পা রাখার পর মোবাইল ব্র‍্যান্ডের মতো স্মার্ট টেলিভিশন মার্কেটেও চাহিদা ও প্রতিযোগিতা সমান তালে বৃদ্ধি পাচ্ছে। এবার  Nokia ও স্মার্ট টিভি লঞ্চ করতে চলেছে। বেশ কিছু দিন আগে Nokia Smart TV ভারতের বিআইএসে লিস্টেড করে দেওয়া হয়েছিল, এবার একটি মিডিয়া রিপোর্টে কোম্পানির আগামী স্মার্ট টিভির প্রথম লুক সামনে চলে এল। 

আরও পড়ুন : Xiaomi এর কেরামতি : মাত্র এক মাসে বিক্রি হল 10 লক্ষ Redmi Note 8 এবং Note 8 Pro স্মার্টফোন

ডিজিট ওয়েবসাইটের পক্ষ থেকে Nokia Smart TV এর এই ফোটো শেয়ার করা হয়েছে। সবার আগে জানিয়ে রাখি রিপোর্টে বলা হয়েছে যে এই টেলিভিশন আগামী ডিসেম্বর মাসের প্রথমার্ধের মধ্যেই লঞ্চ করে দেওয়া হবে এবং এই টিভি শপিং সাইট ফ্লিপকার্টে এক্সক্লুসিভ সেল করা হবে। ফোটোয় এই টিভির ফুল ভিউ পাওয়া না গেলেও ডিসপ্লের ওপরের বেজল ও ব‍্যাক প‍্যানেলের স্পীকার সিস্টেম দেখা গেছে।

ফোটো থেকে জানা গেছে Nokia Smart TV অত্যন্ত সরু বেজল ডিজাইনের সঙ্গে লঞ্চ করা হবে এবং টিভির ডিসপ্লে ও বডির মাঝে খুব কম স্পেস থাকবে। ফোটোয় টিভির ওপরের ভিউ দেখানো হয়েছে, এটি দেখে মনে হচ্ছে টিভির সাইড বেজল‌ও অত্যন্ত পাতলা হবে। Nokia Smart TV এর ব‍্যাক প‍্যানেলে নিচের দিকে স্পীকার দেখা গেছে এবং এই স্পীকারে Sound By JBL লেখা আছে। ফোটোয় Nokia Smart TV এর গ্ৰে শেড কালার ভেরিয়েন্ট দেখা গেছে।

আরও পড়ুন : লঞ্চ হতে চলেছে বিশ্বের প্রথম 60x Super Zoom ও 64 মেগাপিক্সেল সেন্সর‌যুক্ত স্মার্টফোন Vivo X30, বদলে যাবে ক‍্যামেরার সংজ্ঞা

এতে পাওয়া যাবে অসাধারণ সাউন্ড কোয়ালিটি

প্রসঙ্গত এই প্রথম JBL টেলিভিশন প্রোডাক্টের সঙ্গে হাত মিলিয়েছে। Nokia Smart TV তে JBL এর স্পীকার দেওয়া হবে যা Dolby Audio DTS TruSurround সাপোর্ট করবে। রিপোর্ট অনুযায়ী Nokia Smart TV সাউন্ডের দিক থেকে অনেকটাই এগিয়ে থাকবে এবং এই টিভিতে ক্লিয়ার ভোকাল টোন এবং মিনিমাল হারমোনিক ডিস্ট্রোশান দেখা যাবে। কোম্পানির এই স্মার্ট টিভি 5.1 সারাউন্ড সাউন্ড সাপোর্ট করবে। 

Nokia Smart TV

এখনও পর্যন্ত লিক থেকে পাওয়া তথ্য  অনুযায়ী কোম্পানির এই প্রথম স্মার্ট টিভিতে 55 ইঞ্চির স্ক্রিন থাকবে। বলা হচ্ছে এই টিভি 4কে আল্ট্রা এইচডি প‍্যানেলের সঙ্গে তৈরি করা হবে যা অসাধারণ ভিজুয়াল কোয়ালিটি দিতে সক্ষম। Nokia Smart TV অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হবে। লিক অনুযায়ী এই টিভিতে ইন্টেলিজেন্ট ডিমিং টেকনোলজি ব‍্যবহার করা হবে এবং Nokia Smart TV তে জেবিএলের সাউন্ড সিস্টেম থাকবে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here