Xiaomi এর কেরামতি : মাত্র এক মাসে বিক্রি হল 10 লক্ষ Redmi Note 8 এবং Note 8 Pro স্মার্টফোন

চীনের স্মার্টফোন প্রস্ততকারক কোম্পানি শাওমি জানিয়েছে কোম্পানি মাত্র এক মাসের মধ্যে Redmi Note 8 এবং Note 8 Pro এর এক মিলিয়ন ইউনিট সেল করেছে। কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ এবং ফাস্ট চার্জিংযুক্ত এই দুটি স্মার্টফোনের সোল্ড আউট হ‌ওয়া ইউনিটের পরিমাণ থেকে ফোনদুটির ভারতে জনপ্রিয়তা সম্পর্কে ধারণা করা যায়।

আরও পড়ুন : 40 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও দুর্দান্ত প্রসেসরের সঙ্গে লঞ্চ হল Honor V30 ও V30 Pro, জেনে নিন দাম

জানিয়ে রাখি Xiaomi এর এত বড় পরিমাণ হিসাব মাত্র এক মাসের। শাওমি ইন্ডিয়ার হেড মনু কুমার জৈন টুইট করে এই কথা জানিয়েছেন। কয়েক দিন আগেই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছিল উৎসবের মরশুমে কোম্পানি ভারতে 12 মিলিয়ন অর্থাৎ 1.2 কোটি শাওমি ডিভাইস বেচে নতুন রেকর্ড গড়েছে। 

Redmi Note 8 স্পেসিফিকেশন

Redmi Note 8 এ ডট নচের সঙ্গে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.3 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটি সুরক্ষিত রাখার জন্য এতে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন ব‍্যবহার করা হয়েছে। Redmi Note 8 অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে মিইউআই 10 এ কাজ করে এবং এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করে।

আরও পড়ুন : Realme নিয়ে এল কোম্পানির প্রথম 5G স্মার্টফোন Realme X50, প্রতিযোগিতায় অন‍্যান‍্য ব্র‍্যান্ড

ফোটোগ্ৰাফির জন্য Redmi Note 8 এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা আছে। বাকি তিনটি সেন্সরের মধ্যে দ্বিতীয় সেন্সরটি 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং তৃতীয় সেন্সরটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স।

এর সঙ্গে ডেপ্থ সেন্সিঙের জন্য 2 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Redmi Note 8 এ 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আরও পড়ুন : ফোন কেনার সুবর্ণ সুযোগ : OnePlus 7 Pro এবং OnePlus 7T তে পাওয়া যাচ্ছে 10,000 টাকা পর্যন্ত ছাড়

Redmi Note 8 Pro স্পেসিফিকেশন

এই ফোনটিতে 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.53 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে আছে। Redmi Note 8 Pro এর ফ্রন্ট ও রেয়ার উভয় প‍্যানেল গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড করা হয়েছে। এই ফোনটি মিডিয়াটেকের নতুন গেমিং প্রসেসরে Helio G90T তে রান করে।

ফোটোগ্ৰাফির জন্য Redmi Note 8 Pro তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই ফোনটি কোম্পানির প্রথম 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন। রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও দুটি 2 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে 20 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Redmi Note 8 Pro তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটিও অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত মিইউআই 10 এ কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here