Nokia আনছে আরও এক সস্তা স্মার্টফোন, সার্টিফিকেশন সাইটে হয়েছে লিস্টেড

Nokia গত সপ্তাহে ভারতে তাদের একটি কম দামের লো বাজেট স্মার্টফোন Nokia 2.4 লঞ্চ করেছে। এই ফোনটি মাত্র 10,399 টাকা দামে পেশ করা হয়েছে এবং এই ফোনটি এর সেগমেন্টের অন‍্যান‍্য ফোনকে টেক্কা দিতে সক্ষম। নোকিয়া 2.4 লঞ্চের পর এবার খবর পাওয়া যাচ্ছে কোম্পানির উর্ধ্বতন কোম্পানি এইচ‌এমডি গ্লোবাল একটি নতুন ফোনে কাজ শুরু করে দিয়েছে। এখনও পর্যন্ত ফোনটির নাম জানা যায়নি তবে এই ফোনটি সার্টিফিকেশন সাইটে লিস্টেড করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভারতে আসছে Samsung Galaxy M02, অফিসিয়াল ওয়েবসাইটে হল লাইভ

নোকিয়ার এই আগামী ফোনটি সার্টিফিকেশন সাইট এফসিসিতে Nokia TA-1333 মডেল নাম্বারসহ লিস্টেড করা হয়েছে। এখানে ফোনটির নাম উল্লেখ করা হয়নি তবে ফোনটির রেয়ার ডিজাইন ও কিছু স্পেসিফিকেশন সম্পর্কে বলা হয়েছে। এই সাইট থেকে জানা গেছে নোকিয়ার এই আগামী স্মার্টফোন 2.4 গিগাহার্টস বেস ফ্রিকোয়েন্সিযুক্ত ওয়াইফাইতে কাজ করবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 4,800 এম‌এএইচের ব‍্যাটারী দেখা যেতে পারে।

FCC সার্টিফিকেশনে Nokia TA-1333 এর ব‍্যাক প‍্যানেলের ডিজাইন দেখানো হয়েছে। এর থেকে জানা গেছে নোকিয়ার এই আগামী স্মার্টফোনের ব‍্যাক প‍্যানেলে সার্কেল শেপে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ‌ দেওয়া হবে। বর্তমানে নোকিয়া তাদের বেশিরভাগ ফোনে তাদের Nokia 3.4 ও Nokia 5.4 ফোনের মতো ক‍্যামেরা ব‍্যবহার করছে। এই মুহূর্তে কোম্পানির এই আগামী স্মার্টফোনের নাম ও অন‍্যান‍্য ডিটেইলস প্রকাশ‍্যে আসার জন্য অপেক্ষা করা হচ্ছে।

আরও পড়ুন: 2 ডিসেম্বর ভারতে আসছে সস্তা 5G স্মার্টফোন Vivo V20 Pro, জেনে নিন বিশেষত্ব

Nokia 2.4

কোম্পানি তাদের Nokia 2.4 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে এবং এতে 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি তাদের Nokia 2.4 ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করেছে এবং এটি অ্যান্ড্রয়েড 11 রেডি। এই ফোনটি অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটে রান করে। ভারতে ফোনটি 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজসহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্রাফির জন্য Nokia 2.4 এর ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর ভার্টিক‍্যাল শেপে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের 5পি প্রাইমারি লেন্সের সঙ্গে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের 3পি ফ্রন্ট লেন্স দেওয়া হয়েছে।

আরও পড়ুন: লো বাজেটে লঞ্চ হল Nokia 2.4 স্মার্টফোন, প্রতিযোগিতার মুখে Realme-Xiaomi এর মতো চাইনিজ কোম্পানি

Nokia 2.4 ফোনটি একটি রিয়েল ডুয়েল সিম স্মার্টফোন যার মধ্যে এক‌ই সঙ্গে দুটি ন‍্যানো সিম ও একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যায়। এই ফোনটি 3.5 এম‌এম অডিও জ‍্যাক, এন‌এফসি ও অন‍্যান‍্য বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে 4জি ভোএলটিই সাপোর্ট করে। কোম্পানি তাদের এই ফোনে গুগল অ্যাসিসট‍্যান্টের জন্য শর্টকাট বাটন যোগ করেছে। সিকিউরিটির জন্য Nokia 2.4 এর ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,500 এম‌এএইচের ব‍্যাটারী আছে। আগামী 4 ডিসেম্বর থেকে শপিং সাইট আমাজন ও ফ্লিপকার্টে ফোনটি সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here