2 ডিসেম্বর ভারতে আসছে সস্তা 5G স্মার্টফোন Vivo V20 Pro, জেনে নিন বিশেষত্ব

আমরা কয়েক দিন আগেই জানিয়ে দিয়েছিলাম ভারতে শীঘ্রই Vivo V20 Pro 5G স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। এরপর গত দুই দিন আগে টেক জগতের এই স্বনামধন্য কোম্পানি টুইটারের মাধ্যমে Vivo V20 Pro 5G এর ভারতে লঞ্চের কথা টীজ করে। এবার কোম্পানির পক্ষ থেকে ফোনটির ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়ে দিয়েছে আগামী 2 ডিসেম্বর ভারতে Vivo V20 Pro 5G পেশ করা হবে। এর আগে গত সেপ্টেম্বর মাসে থাইল্যান্ডে ফোনটি লঞ্চ করা হয়েছে। এছাড়া গত মাসে কোম্পানি ভারতে ‘ভিভো ভি20’ সিরিজের অন‍্য দুটি স্মার্টফোন Vivo V20 ও Vivo V20 SE পেশ করেছে।

আরও পড়ুন: Reliance Jio, Airtel ও BSNL সহ কয়েকটি কোম্পানির নামে 35 কোটি টাকার জরিমানা, জেনে নিন ঘটনা

দাম

আমরা দিন কয়েক আগে খবর পেয়েছি যে ভারতে এই ফোনটি 29,900 টাকা দামে লঞ্চ করা হবে। এটি Vivo V20 Pro 5G এর MOP অর্থাৎ ম‍্যাক্সিম অপারেটিং প্রাইস হবে। এই দামে মার্কেটে আসার মানে হল Vivo V20 Pro 5G কে আগে থেকে মার্কেটে উপস্থিত অন‍্যান‍্য 5G স্মার্টফোন যেমন OnePlus Nord ও Moto G 5G এর সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে। চলুন, ফোনটি লঞ্চ হ‌ওয়ার আগেই ফোনটির কিছু দুর্দান্ত ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

সুন্দর ডিসপ্লে

টেক মার্কেটে Vivo V20 Pro 5G ফোনটি 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.44 ইঞ্চির লার্জ ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। এই ফোনটির ডিসপ্লে 408 পিপিআই পিক্সেল ডেনসিটি ও 3000000:1 কন্ট্রাস্ট রেশিও সাপোর্ট করে। জানিয়ে রাখি এই সুন্দর স্মার্টফোনটি মাত্র 7.39 এম‌এম পাতলা এবং এর ওজন 170 গ্ৰাম। ভারতে ফোনটি Midnight Jazz, Moonlight Sonata ও Sunset Melody কালার ভেরিয়েন্টে পেশ করা হতে পারে।

আরও পড়ুন: Exclusive: কাজ চলছে Vivo V21 সিরিজে, জেনে নিন কবে লঞ্চ

হার্ডওয়্যার

প্রসেসিঙের জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসরযুক্ত কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 765জি চিপসেট দেওয়া হবে। গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 620 জিপিইউ থাকবে। আন্তর্জাতিক মঞ্চে ফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে, তাই মনে করা হচ্ছে ভারতের মার্কেটেও ফোনটি এক‌ই র‍্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। Vivo V20 Pro 5G ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে ফানটাচ ওএসে কাজ করে।

সুন্দর ক‍্যামেরা

Vivo V20 Pro 5G এর অন‍্যতম বড় ফিচার এর ক‍্যামেরা সেগমেন্ট। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে তিনটি ও ফ্রন্ট প‍্যানেলে দুটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। সেলফির জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 44 মেগাপিক্সেলের প্রাইমারি সেলফি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে এফ/2.28 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মাত্র 7,990 টাকা দামে লঞ্চ হল 4,030mAh ব‍্যাটারী ও 13MP ক‍্যামেরাসহ Vivo Y1s

Vivo V20 Pro 5G এর ব‍্যাক প‍্যানেলে এফ/1.89 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এখ‌ইভাবে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের ম‍্যাক্রো ও ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের মোনো লেন্স আছে। এই ফোনের ফ্রন্ট ক‍্যামেরা সেট‌আপ‌ অটো আই ফোকাস টেকনিকে কাজ করে এবং ফোনটির রেয়ার ক‍্যামেরা সেট‌আপ‌ 2.5 সেন্টিমিটার পর্যন্ত ম‍্যাক্রো শুটিং করতে সক্ষম।

শক্তিশালী ব‍্যাটারী

আন্তর্জাতিক মার্কেটে Vivo V20 Pro 5G ফোনটি 4,000 এম‌এএইচের ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ করা হয়েছে। আশা করা হচ্ছে ভারতেও এই ফোনে এক‌ই ক্ষমতার ব‍্যাটারী যোগ করা হবে। কোম্পানি তাদের Vivo V20 Pro 5G ফোনটিতে 33 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here