Jio-Xiaomi এর থেকেও এগিয়ে গেল এই কোম্পানি, শুধুমাত্র 7000 টাকায় আনতে চলেছে ইন্ডিয়ার Most Affordable 5G SmartPhone

Jio আর Google মিলে শুধু ভালতেই না পুরো দুনিয়ার স্মার্টফোন বাজার সস্তা করে দিয়েছে। Reliance Jio নিজের Ultra Affordable 4G SmartPhone এর ঘোষণা করে দিয়েছে যা JioPhone Next নামের সাথে ইন্ডিয়াতে লঞ্চ করা হবে। এই মোবাইল ফোনটি আগামী 10 সেপ্টেম্বর গনেশ চতুর্থীর দিন ইন্ডিয়াতে কেনার জন্য উপলব্ধ হবে। মুকেশ আম্বানি পরিস্কার বলে দিয়েছে যে জিওফোন নেক্সট শুধু ইন্ডিয়াতে‌ই না বরং পুরো গ্লোবাল মার্কেটে সবচেয়ে সস্তা স্মার্টফোন হতে চলেছে। আবার আজকে জিওর থেকেও দুই কদম এগিয়ে চাইনা টেক ব্র‍্যান্ড Realme বড়ো ঘোষণা করল যে কোম্পানি খুবই সস্তা Realme 5G Smartphone ভারতে নিয়ে আসতে চলেছে যার দাম শুধুমাত্র 7,000 টাকা হবে।

ইন্ডিয়ার সবচেয়ে সস্তা 5G Phone

Cheap 5G smartphone এর খবর Realme কোম্পানির পক্ষ থেকেই জানা গেছে। কোম্পানির সিইও মাধব শেঠ ইন্ডিয়াটুডে এর সাথে হ‌ওয়া একটি ইন্টারভিউয়ে বলেছে যে কোম্পানি budget 5G smartphone এ কাজ করছে যা বিশেষত ভারতীয় বাজারের জন্য বানানো হবে। মাধব শেঠ বলেছে যে এই ফোনের দাম $100 অর্থাৎ প্রায় 7,000 টাকা হবে। অর্থাৎ এই Realme 5G smartphone ইন্ডিয়ান মার্কেটের Most Affordable 5G Smartphone হবে।

দিপাবলিতে হবে লঞ্চ

ভারতীয় বাজারে Most Affordable 5G Phone কবে লঞ্চ করা হবে তা বলে মাধব শেঠ বলেছেন যে কোম্পানি এই সস্তা 5জি ফোন দিপাবলিতে ভারতীয় বাজারে আনতে পারে। রিয়েলমির পক্ষ থেকে কোনো তারিখ তো বলেনি কিন্তু শোনা যাচ্ছে যে এই দিপাবলি 4 নভেম্বর। এরকম অবস্থায় আশা করা যাচ্ছে যে এই রিয়েলমি 5জি ফোন অক্টোবর এর শেষে বা নভেম্বরের শুরুতে বাজারে আসতে পারে।

60 লাখ স্মার্টফোন বিক্রি করার প্ল‍্যান

মাধব শেঠ Realme India এর পক্ষ থেকে বলেছেন যে কোম্পানি প্ল‍্যান করেছে যে এই বছরের দিপাবলির সুবর্ণ সময়ে প্রায় 60 লাখ স্মার্টফোন ভারতীয় বাজারে বিক্রি করা। মাধব শেঠ বলেছেন যে কোম্পানি দিপাবলি উৎসবের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে আর তারা আশাবাদী যে তাদের স্মার্টফোনের সাথে কোম্পানি এই টার্গেট পূরণ করতে পারবে।

কোম্পানির 90 শতাংশ সংসধন শুধুমাত্র 5G device এ করবে

এই ইন্টারভিউয়ে মাধব শেঠ বলেছেন যে কোম্পানির টার্গেট এখন সবচেয়ে বেশি 5জি ফোনের দিকে থাকবে। মাধবের অনুযায়ী Realme এর লক্ষ ইন্ডিয়ান মার্কেটে 5জি লিডার হয়ে ওঠার আর এই টার্গেট এর সাথে কোম্পানি নিজের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (R&D) সংসধনের 90 শতাংশকে 5G devices এর বিকাস করতে লাগিয়েছে।

7,000 টাকার 5G Smartphone সাপ্লাই

রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ ইন্টারভিউয়ে এও স্বীকার করেছেন যে আসতে চলা কোম্পানির সবচেয়ে সস্তা 5জি স্মার্টফোনটি হতে পারে সাপ্লাই চেন সম্বন্ধিত সমস‍্যায় পড়তে পারে। এই রকম প্রব্লেমে কোম্পানির ফোকাস আগে থেকেই আছে আর রিয়েলমি এখন থেকেই দেশে উপস্থিত সাপ্লাই চেন পার্টনারের সাথে সম্পর্কে আছে আর রিয়েলমি বিশেষ করে চিপসেট তৈরি করা কোম্পানির সাথে কন্ট‍্যাক্ট তৈরি করে রেখেছে যাতে অ্যাফর্ডেবল 5জি ফোনে লেটেস্ট 5G processors ব‍্যবহার করা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here