Flipkart Sale উপলক্ষে আসতে চলেছে ট্রান্সপারেন্ট ডিজাইনের সবচেয়ে সস্তা এই স্মার্টফোন

ট্রান্সপারেন্ট ডিজাইনের Nothing Phone 2 কেনার জন্য সুবর্ণ সুযোগ আসতে চলেছে। কোম্পানি আগামী Flipkart Big Billion Day Sale উপলক্ষে এই ফোনের হোয়াইট কালার ভেরিয়েন্টের সবচেয়ে সস্তা ফোন প্রথম বার সেল করতে চলেছে। মনে করিয়ে দিই এই বছরের জুলাই মাসে Nothing Phone 2 ফোনটি ডার্ক গ্রে এবং হয়াই কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। তখন থেকে এই ফোনের হোয়াইট কালার অপশন শুধুমাত্র 12GB + 256GB এবং 12GB + 512GB স্টোরেজ সহ সেল করা হয়। এবার এই ফোনের 8GB + 128GB ভেরিয়েন্ট আসতে চলেছে।

ফ্লিপকার্ট সেলে লঞ্চ হবে সস্তা Nothing Phone 2

ফ্লিপকার্ট টিজ করে জানিয়েছে Flipkart Big Billion Day Sale উপলক্ষে 8GB + 128GB স্টোরেজ সহ ফোনটির হোয়াইট কালার অপশন পেশ করা হবে। এছাড়া এই সময় ফোনটি কম দামে সেল করা হবে। তবে দাম সম্পর্কে কিছু জানানো হয়নি। জানিয়ে রাখি এই বছর Flipkart Big Billion Days 2023 আগামী 8 অক্টোবর থেকে শুরু হয়ে চলবে 15 অক্টোবর পর্যন্ত।

Nothing Phone (2) এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Nothing Phone (2) ফোনে 6.7-ইঞ্চি FullHD+ LTPO ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেট এবং হাই রেজলিউশন, HDR10+, 10 বিট কালার, 240Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে গোরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে।
  • প্রসেসর: এই Nothing ফোনটি ইন্ডাস্ট্রি বেস্ট Qualcomm Snapdragon 8+ Gen 1 Octacore প্রসেসরের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে কাজ করে এবং গ্রাফিক্সের জন্য এতে গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 720 জিপিইউ রয়েছে।
  • স্টোরেজ: এই ফোনে 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে OIS সাপোর্টেড 50 মেগাপিক্সেল IMX890 প্রাইমারি সেন্সর রয়েছে। এর সঙ্গে 50 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: এই ফোনে 4700mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি 45W ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং Nothing OS 2.0 সহ কাজ করে।
  • সিকিউরিটি: সিকিউরিটির জন্য এই ফোনে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আইপি রেটিং দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এই ফোনে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here