30W ফাস্ট চার্জিং ও সবচেয়ে শক্তিশালী প্রসেসরের সঙ্গে লঞ্চ হল Nubia Red Magic 3, গেমিঙের জন্য অনবদ্য অনুভূতি

চীনা টেক ব্র‍্যান্ড Nubia গতকাল ঘোষণা করে আগামী মে মাসে তারা তাদের Nubia Alpha স্মার্টফোন ভারতীয় মার্কেটে লঞ্চ করবে। অন‍্যদিকে চীনে কোম্পানি Nubia Red Magic 3 স্মার্টফোনটি লঞ্চ করে দিয়েছে। ফোনটি আগামী মে মাসে আন্তর্জাতিক স্তরে লঞ্চ করা হবে এবং তার পরেই ভারতের মার্কেটেও লঞ্চ করা হবে।

যদিও কোম্পানি ভারতে ফোনটির লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানায়নি। Nubia Red Magic 3 তে গেমিঙের জন্য লিকুইড কুলিং টেকনোলজি ব‍্যবহার করা হয়েছে। ফোনটির প্রাথমিক দাম 3,199 আর‌এমবি অর্থাৎ প্রায় 33,000 টাকার সমান।

Samsung Galaxy S10 সিরিজের স্মার্টফোনে পাওয়া যাচ্ছে 11,000 পর্যন্ত ক‍্যাশব‍্যাক, জেনে নিন কিভাবে পাবেন

দাম ও সেল
কোম্পানি Nubia Red Magic 3 ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 3,199 আর‌এমবি অর্থাৎ 33,000 টাকা, 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 3,499 আর‌এমবি অর্থাৎ 36,200 টাকা ও 12 জিবি র‍্যাম 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 4,299 আর‌এমবি অর্থাৎ প্রায় 44,500 টাকা দামে লঞ্চ করা হয়েছে। 3 মে থেকে ফোনটি চীনে সেল করা হবে।

স্পেসিফিকেশন ও ফিচার
এই ফোনে 6.65 ইঞ্চির আল্ট্রা ওয়াইড ফুল এইচডি+ এমোলেড স্ক্রিন দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855 প্রসেসর দেওয়া হয়েছে। এই নতুন ফোনে গেমিঙের এক্সপেরিয়েন্স আরও উন্নত করে তুলতে এতে হাইব্রিড কুলিং (এয়ার + লিকুইড) টেকনোলজি দেওয়া হয়েছে।

Airtel নিয়ে এল দুটি দুর্দান্ত প্ল‍্যান, পাওয়া যাবে 6 জিবি পর্যন্ত ডেটা

ফোটোগ্ৰাফির জন্য এতে 48 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে সেলফি ও ভিডিও কলিঙের জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 30 ওয়াট ফাস্ট চার্জিঙের সঙ্গে 5,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9.0 পাইতে রান করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here