ওড়িশায় দুর্ঘটনা : বিস্ফোরণে মৃত্যু হল ফোন মাথার কাছে রেখে ঘূমন্ত 22 বছর বয়সী যুবকের

টেকনোলজি যত অ্যাডভান্স হয় ততই বেশি লাভজনক হয়ে ওঠে। তবে প্রয়োজনের চেয়ে বেশি টেকনোলজির ব‍্যবহার ক্ষতিকর হয়ে উঠতে পারে এই কথাও ভুল নয়। মোবাইল ফোন আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটি মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সকাল ঘুম থেকে ওঠা থেকে শুরু করে থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত মোবাইল মানুষের সঙ্গেই থাকে। কিন্তু অত্যন্ত ছোট ভুল‌ও মানুষের জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে, এমনই একটি দুঃখজনক ঘটনা সম্পর্কে জানা গেছে। মাথার কাছে ফোন রেখে ঘুমানোর সময় ওড়িশার এক ব‍্যাক্তির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : Exclusive : নভেম্বরে লঞ্চ হবে Samsung এর নতুন M সিরিজের ফোন, নাম দেওয়া হতে পারে Galaxy M50

মিডিয়া রিপোর্ট থেকে জানা গেছে ওড়িশায় বসবাসকারী এক 22 বছর বয়সী যুবকের মৃত্যু হয়েছে এবং মৃত্যুর কারণ যখন তিনি তাঁর ফোন মাথার কাছে রেখে ঘুমাচ্ছিলেন। রিপোর্ট অনুযায়ী এই 22 বছর বয়সী যুবকের নাম কুনা প্রধান এবং পেশায় তিনি ছিলেন রাজমিস্ত্রি। রবিবার রাতে প্রধান একটি কনস্ট্রাকশন সাইটে আরও তিনজন কারিগরের সঙ্গে ঘুমাচ্ছিলেন। ঘুমানোর আগে কুনা তাঁর ফোনটি চার্জে লাগিয়ে তাঁর পাশেই রেখেছিলেন।

ফোনটি মাথার কাছে রেখে কুনা ঘুমিয়ে পড়েন এবং তাঁর ফোনটি চার্জ হতেই থাকে। চার্জ হতে থাকায় প্রথমে ফোনের ব‍্যাটারী ফুল চার্জ ফুল চার্জ হয়ে গিয়ে ওভার হিট হতে থাকে। এরপর মাঝ রাতে ব‍্যাটারী ফেটে যায় এবং ফোনে বিস্ফোরণ ঘটে। ফোনটি মাথার কাছে থাকার কারণে কুনার মাথায় গভীর আঘাত লাগে এবং তৎক্ষণাৎ তাঁর মৃত্যু হয়। ওড়িশার আঠারাবাঙ্কি এলাকায় এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : নতুন ঝটকা দিল Jio, প্ল‍্যানের ভ‍্যালিডিটি কমিয়ে করে দেওয়া হল 24 দিন

বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায় এবং কুনার মৃতদেহ উদ্ধার করে। পুলিশ মৃতদেহ কাস্টাডিতে নিয়ে পোস্টমাস্টার জন্য পাঠিয়ে দেয়। পুলিশের লেখা রিপোর্ট থেকে এই স্মার্টফোনটি কোন ব্র‍্যান্ডের ছিল তা জানা যায়নি। কুনা প্রধানের মৃত্যুতে তাঁর পরিবার তো শোকাহত হয়েছেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই ঘটনা বেপরোয়াভাবে ফোন ইউজারদের জন্য একটি দৃষ্টান্ত।

ফোন ব্লাস্ট হ‌ওয়া এবং ব‍্যাটারীতে আগুন লাগার ঘটনা প্রায়ই শোনা যায়। কখনও দুর্ঘটনা বিদেশে ঘটে তো আবার কিছু ঘটনা আমাদের ভারতেই শোনা যায়। এই 22 বছর বয়সী যুবকের মৃত্যুর ঘটনা থেকে অন্তত বেপরোয়া মোবাইল ইউজারদের শিক্ষা নেওয়া উচিত যে মোবাইল ফোন কখনোই ওভার চার্জ করা উচিত নয় এবং রাতে ঘুমানোর সময় ফোন চার্জ থেকে খুলে ও নিজের থেকে দূরে সরিয়ে রেখে শোওয়া দরকার। শুধুমাত্র বিস্ফোরণ কারণ নয়, ফোন থেকে বেরিয়ে আসা রেডিয়েশন কিরণ‌ও শরীরের জন্য ততটাই ক্ষতিকর। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here