Exclusive : নভেম্বরে লঞ্চ হবে Samsung এর নতুন M সিরিজের ফোন, নাম দেওয়া হতে পারে Galaxy M50

স‍্যামসাং এই বছর অর্থাৎ 2019 সালের শুরুতে Galaxy M সিরিজের ফোন লঞ্চ করা শুরু করে। এই সিরিজে কোম্পানি সর্বপ্রথম Samsung Galaxy M20 লঞ্চ করেছিল। এরপর একে একে এই সিরিজে M10, M30 এবং M40 মডেল পেশ করা হয়। Galaxy M সিরিজ মূলত অনলাইন প্ল‍্যাটফর্মের জন্য পেশ করা হলেও পরবর্তী সময়ে Galaxy M40 ফোনটি অফলাইন মার্কেটেও লঞ্চ করা হয়। কিছু দিন আগে দুটি ফোনের আপগ্ৰেডেড ভার্সন Galaxy M30s এবং Galaxy M10s স্মার্টফোন লঞ্চ করা হয়। এবার আমরা Samsung এর আরেকটি Galaxy M সিরিজের ফোন সম্পর্কে এক্সক্লুসিভ খবর পেয়েছি। কয়েক দিন আগে কোম্পানি এই মডেলটি সম্পর্কে তাদের পার্টনারদের ম‍্যাসেজ করেছে এবং আমরা সেই ম‍্যাসেজ পেয়ে গেছি।

আরও পড়ুন : লঞ্চ হল Infinix এর সস্তা ফোন S5 Lite, এতে আছে পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে ট্রিপল রেয়ার ক‍্যামেরা

ম‍্যাসেজে স‍্যামসাং টীম তাদের রিটেইল পার্টনারদের বলেছে যে, “আমরা খুব তাড়াতাড়ি এম সিরিজের ফোন লঞ্চ করতে চলেছি এবং এই স্মার্টফোনটি অফলাইন এবং অনলাইন প্ল‍্যাটফর্মে এক‌ই সঙ্গে একই দামে পেশ করা হবে। আমরা এমনভাবে পরিকল্পনা করছি যার ফলে গ্ৰাহকদের সঙ্গে সঙ্গে চ‍্যানেল পার্টনার এবং রিটেইল পার্টনার সবার লাভ হয়।”

তবে কোম্পানি এই ম‍্যাসেজে কোনো নামের উল্লেখ তো করেইনি এমনকি লঞ্চ তারিখ সম্পর্কেও কোনো তথ্য দেওয়া হয়নি। তবে আমরা আশা করছিলাম যে এই ফোনটি Galaxy M40s হতে পারে। কারণ M40 মডেলটি আগেই অনলাইন ও অফলাইন উভয় প্ল‍্যাটফর্মে পেশ করা হয়েছে। কিন্তু আমাদের আরেক ব‍্যাক্তি যে কয়েক বছর ধরে স‍্যামসাঙের সঙ্গে জড়িত আছেন তিনি জানিয়েছেন যে, “কোম্পানি এই ফোনটি Samsung Galaxy M50 নামে লঞ্চ করবে। এই ফোনটি 15 নভেম্বরের পর লঞ্চ করা হতে পারে।” তবে ফোনটির দাম সম্পর্কে এখনও পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন : 4,000 এম‌এএইচ ব‍্যাটারী, 6 জিবি র‍্যাম ও 48 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Huawei Y9s

Samsung Galaxy M Series

আগেই জানিয়েছি Samsung এই বছরের শুরুতে Galaxy M সিরিজের সূচনা করেছিল। এখনও পর্যন্ত এম সিরিজের ফোন 7,000 টাকা থেকে 20,000 টাকা বাজেটের মধ্যে লঞ্চ করা হতো। গ‍্যালাক্সি এম10 মডেলটি 10,000 টাকার‌ও কম বাজেটে পেশ করা হয়েছে। অন‍্যদিকে গ‍্যালাক্সি এম20 এবং এম30 সিরিজের ফোন 10-15 হাজার টাকার বাজেটের মধ্যে লঞ্চ করা হয়েছে। এক‌ইভাবে গ‍্যালাক্সি এম40 ফোনটির বাজেট 20,000 টাকা এবং আশা করা হচ্ছে কোম্পানি এম50 লঞ্চ করা হলে এই ফোনটিও 20 হাজার টাকার ওপরের বাজেটে পেশ করা হবে। এম সিরিজের ফোনে সাধারণত দুর্দান্ত স্পেসিফিকেশনের সঙ্গে বড় ব‍্যাটারী দেওয়া হয়ে থাকে।  

Samsung Galaxy M30s

কয়েক দিন আগে কোম্পানি Samsung Galaxy M30s ফোনে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনটি এক্সিনস 9611 চিপসেটে রান করে এবং এতে 4 জিবি ও 6 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। এর সঙ্গে Samsung Galaxy M30s এ 64 জিবি এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন : 4,920 এম‌এএইচ ব‍্যাটারী ও 8 জিবি র‍্যামের সঙ্গে লিস্টেড হল Vivo Z5i, লঞ্চ হবে ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। Samsung Galaxy M30s এ 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে। এর সঙ্গে এই সেট‌আপে 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি এবং 8 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy M30s এ 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে বড় ব‍্যাটারী দেওয়া হয়েছে। কোম্পানি Samsung Galaxy M30s এ 15 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 6,000 এম‌এএইচের ব‍্যাটারী যোগ করেছে। ডেটার জন্য এই ফোনে 4জি কানেক্টিভিটির সঙ্গে ইউএসবি টাইপ সি পোর্ট আছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here