লঞ্চ হল OnePlus 11 স্মার্টফোন, 16GB RAM এবং Snapdragon 8 Gen 2 চিপসেট সহ বাজারে হাজির নতুন ফ্ল্যাগশিপ কিলার

আজ নতুন বছরের চতুর্থ দিন হলেও OnePlus ফ্যানদের জন্য আজই নিউ ইয়ার হ্যাপি হল। দীর্ঘ কয়েক মাসের প্রতীক্ষার পর অবশেষে আজ কোম্পানি তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ওপর থেকে পর্দা সরিয়ে OnePlus 11 লঞ্চ করেছে। চিনের মার্কেটে এই নতুন ফোনটি Snapdragon 8 Gen 2 চিপসেট, 16GB RAM এবং 100W SuperVOOC ফাস্ট চার্জিঙের মতো কিছু দুর্দান্ত ফিচারের সঙ্গে পেশ করা হয়েছে। আরও পড়ুন: BGMI Unban Date 2023 : 15 জানুয়ারি কি সত্যি ভারতে ফিরছে BGMI? জেনে নিন ডিটেইলস 

OnePlus 11 এর স্পেসিফিকেশন

  • 6.7 QHD+ 2K E5 AMOLED ডিসপ্লে
  • 50MP+48MP+Sony IMX709 রেয়ার ক্যামেরা
  • 16GB RAM + 512GB storage
  • Snapdragon 8 Gen 2 চিপসেট
  • 100W SuperVOOC ফাস্ট চার্জিং

ডিসপ্লে

OnePlus 11 5G ফোনটিতে 6.7 ইঞ্চির QHD+ 2K ডিসপ্লে যোগ করা হয়েছে। এই স্ক্রিন ই5 এমোলেড প্যানেল দিয়ে তৈরি যা 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এতে কার্ভড এজ ডিসপ্লের ব্যাবহার করা হয়েছে যা স্ক্রিনের দুই দিক থেকে ব্যাক প্যানেলের দিকে মোড়ানো। এছাড়া ফোনটির স্ক্রিনের ওপরে এবং নিচে অত্যন্ত পাতলা বেজল দেওয়া হয়েছে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে এবং এটি সুরক্ষিত রাখার জন্য কর্নিং গোরিলা গ্লাস রয়েছে।

প্রসেসর

OnePlus 11 5G ফোনটিতে Android 13 ও কালার ওএস 13 এর লেয়ারিঙ যোগ করা হয়েছে। এই ফোনটি 3.2 গিগাহার্টস ফাস্ট ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসর এবং 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেটে রান করে। এছাড়া এতে LPDDR5X RAM এবং UFS4.0 storage টেকনোলজি রয়েছে। আরও পড়ুন: Realme-কে টক্কর দেওয়ার জন্য বাজারে এল লো বাজেট Poco C50 স্মার্টফোন, দাম 7 হাজারের কম! 

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য OnePlus 11 5G তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP Sony IMX890 প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 48MP Sony IMX581 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং Sony IMX709 2X পোর্ট্রেট লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 11 5G ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 100 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে, যার সাহায্যে খুব কম সময়ের মধ্যেই এই ফোন ফুল চার্জ করা যায়। আরও পড়ুন: 9 জানুয়ারি লঞ্চ হতে চলেছে লো বাজেট Realme 10 4G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন 

OnePlus 11 এর দাম

চিনের মার্কেটে OnePlus 11 5G স্মার্টফোনটি তিনটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 12GB RAM এবং 256GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং বাকি দুটি ভেরিয়েন্টে 16GB করে RAM রয়েছে। ফোনটির এই দুটি ভেরিয়েন্টে যথাক্রমে 256GB এবং 512GB করে মেমরি আছে।

12GB RAM + 256GB Storage ভেরিয়েন্ট = CNY 3,999 (প্রায় 47,900 টাকা)
16GB RAM + 256GB Storage ভেরিয়েন্ট = CNY 4,399 (প্রায় 52,900 টাকা)
16GB RAM + 512GB Storage ভেরিয়েন্ট = CNY 4899 (প্রায় 58,900 টাকা)

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here