9 জানুয়ারি লঞ্চ হতে চলেছে লো বাজেট Realme 10 4G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন 

Realme শেষমেশ তাদের লো বাজেট ফোন Realme 10 4G স্মার্টফোনের লঞ্চ ডেট প্রকাশ করেছে। কোম্পানি আগামী সপ্তাহে 9 জানুয়ারী টেক মার্কেটে Realme 10 4G ফোনটি পেশ করবে। এই ফোনটি ই-কমার্স সাইট ফ্লিপকার্টে সেল করা হবে। এই ফোনে MediaTek Helio G99 প্রসেসর, 5,000mAh ব্যাটারি, 90Hz সুপার AMOLED ডিসপ্লে এবং 50MP ক্যামেরা রয়েছে। এই পোস্টে এই স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিত জানানো হল৷ আরও পড়ুন: ভুলেও একা দেখবেন না এইসব হরর মুভিগুলি, তালিকায় আছে 1920 সহ আরও চারটি রোমহর্ষক সিনেমা 

Realme 10 4G ফোনটি ভারতে 9 জানুয়ারী দুপুর 12:30 টায় লঞ্চ হবে এবং এটি Flipkart-এ সেল করা হবে। ফ্লিপকার্ট অ্যাপে ডিভাইসটির ল্যান্ডিং পেজে ফোনের প্রসেসর, ডিসপ্লে এবং ডিজাইন সহ প্রধান স্পেসিফিকেশনগুলি প্রকাশ করা হয়েছে।

Realme 10 4G স্মার্টফোনের স্পেসিফিকেশন

Realme 10 4G ফোনে 90Hz রিফ্রেশরেট সহ একটি 6.4-ইঞ্চি FHD+ সুপার AMOLED ডিসপ্লে থাকবে। এছাড়াও এই ফোনে 8GB LPDDR4X RAM এবং MediaTek Helio G99 প্রসেসর সহ 256GB পর্যন্ত UFS2.2 স্টোরেজ থাকবে। আরও পড়ুন: শীঘ্রই ভারতে লঞ্চ হবে Redmi Note 12 Pro 5G স্মার্টফোন, জেনে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম 

এছাড়াও Realme 10 4G ফোনটি Realme UI 3.0 স্কিন বেসড Android 12-এ কাজ করবে। ফটোগ্রাফির জন্য ডিভাইসটিতে একটি 50MP প্রাইমারি ক্যামেরা, 2MP B&W ক্যামেরা এবং 16MP সেলফি ক্যামেরা থাকবে। এছাড়াও এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে। কোম্পানির এই হ্যান্ডসেটে রয়েছে 33W SuperVOOC ফাস্ট চার্জিং সহ একটি 5,000mAh ব্যাটারি থাকবে।

Realme 10 4G স্মার্টফোনের দাম

Realme 10 4G ফোনটি ইতিমধ্যেই আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হয়েছে। এই ফোনটি ভারতের বাইরের মার্কেটে 6GB র‌্যাম সহ সেলের জন্য পেশ করা হয়েছে, তবে রিপোর্ট অনুযায়ী এই মডেলটি ভারতে আসবে না। আন্তর্জাতিক মার্কেটে Realme 10 4G ফোনটির প্রারম্ভিক দাম 18 হাজার টাকা। তাই অনুমান করা হচ্ছে যে ভারতে এই ফোনটি 16,000 টাকার বাজেটে লঞ্চ হতে পারে। আরও পড়ুন: VIVO নিয়ে এল একটি সস্তা 5G স্মার্টফোন, কম দামে পাওয়া যাবে 12GB RAM এর ক্ষমতা, দেখে নিন দাম

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here