শীঘ্রই ভারতে লঞ্চ হবে OnePlus 11 স্মার্টফোন, জেনে নিন ফোনের সম্ভাব্য মেমরি ভেরিয়েন্ট এবং দাম

Highlights

  • ভারতে OnePlus 11-এর দাম লিক হয়েছে।
  • এই স্মার্টফোনটি 7 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে।
  • OnePlus 11-এর দাম শুরু হবে 54,999 টাকা থেকে।
  • ফোনের পাশাপাশি OnePlus Buds Pro 2 TWS এবং Keyboard এর দামও প্রকাশ করা হয়েছে।

7 ফেব্রুয়ারি ভারতে OnePlus-এর একটি বড় ইভেন্ট রয়েছে। সেইদিন OnePlus 11 স্মার্টফোনটি ভারতে লঞ্চ হবে। এই 5G ফোনটির সাথে OnePlus Buds Pro 2 TWS এবং OnePlus Keyboard ও মার্কেটে লঞ্চ করা হবে। কোম্পানির লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোনটি ইতিমধ্যেই চীনে অফিসিয়াল হয়ে গেছে, তাই এই ফোনের স্পেসিফিকেশনগুলি ইতিমধ্যেই সামনে এসেছে। আরও পড়ুন: সামনে এল Honda Activa EV এর লঞ্চ ডিটেইলস, নিশ্চিত করেছেন কোম্পানির CEO

OnePlus 11 স্মার্টফোনটির সম্ভাব্য দাম

  • 12GB RAM + 256GB স্টোরেজ = 54,999 টাকা
  • 16GB RAM + 256GBস্টোরেজ = 59,999 টাকা
  • 16GB RAM + 512GB স্টোরেজ = 66,999 টাকা

টেক ওয়েবসাইট Pricebaba OnePlus 11 5G ফোনের দাম লিক করেছে। রিপোর্ট অনুযায়ী এই স্মার্টফোনটি তিনটি মেমরি ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ করা হবে। 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ সহ বেস মডেলটির দাম হবে 54,999 টাকা। লিক অনুসারে, OnePlus 11-এর অন্য দুটি ভেরিয়েন্ট 16GB RAM সাপোর্ট করবে। এর মধ্যে 256GB স্টোরেজ মডেলটি 59,999 টাকায় এবং 512GB মেমরি ভেরিয়েন্টটি 66,999 টাকায় লঞ্চ করা হবে।

OnePlus Buds Pro 2 এর সম্ভাব্য দাম

Pricebaba-এর রিপোর্ট অনুযায়ী, OnePlus Buds Pro 2 কে OnePlus Buds Pro-এর উত্তরসূরি হিসেবে আনা হবে যা 2021 সালে মার্কেটে এসেছিল। রিপোর্ট অনুযায়ী, এই TWSগুলি ভারতে 11,999 টাকা দামে লঞ্চ করা হবে। আরও পড়ুন: 4 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে একটি ধামাকাদার স্মার্টফোন, লো বাজেটে পাবেন 5G কানেক্টিভিটি

OnePlus Keyboard এর সম্ভাব্য দাম

OnePlus Keyboard এর দাম কত হবে সেটাও প্রাইসবাবা তাদের রিপোর্টে শেয়ার করেছে। ওয়েবসাইট অনুসারে OnePlus কীবোর্ড ভারতে 9,999 টাকা দামে লঞ্চ করা হবে। এই প্রথম OnePlus কোম্পানি এই ধরনের প্রোডাক্ট লঞ্চ করবে।

OnePlus 11 ইন্ডিয়া লঞ্চ ইভেন্ট

OnePlus কোম্পানি 7 ফেব্রুয়ারি ভারতে অনুষ্ঠিত হতে চলা এই ইভেন্টের নাম দিয়েছে ‘Cloud 11’। এই অনুষ্ঠানটি জাতীয় রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে, যা শুরু হবে সন্ধ্যা 7.30 টায়। এই ইভেন্টের প্ল্যাটফর্ম থেকেই কোম্পানির আসন্ন ফ্ল্যাগশিপ ডিভাইস OnePlus 11 5G ভারতীয় মার্কেটে লঞ্চ হবে। স্মার্টফোনের পাশাপাশি কোম্পানির নতুন OnePlus Buds Pro 2 TWS এবং কীবোর্ডও ভারতীয় মার্কেটে লঞ্চ করা হবে। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল Moto G53 5G স্মার্টফোনের দাম, জেনে নিন বিস্তারিত

OnePlus 11

  • 6.7 QHD+ 2K E5 AMOLED ডিসপ্লে
  • 50MP+48MP+32MP রেয়ার ক্যামেরা
  • 16GB RAM+512GB স্টোরেজ
  • Snapdragon 8 Gen 2 প্রসেসর
  • 100W SuperVOOC ফাস্ট চার্জিং

OnePlus 11 5G ফোনে 6.7-ইঞ্চি QHD+ 2K কার্ভড এজ ডিসপ্লে সাপোর্ট রয়েছে। এই ফোনের স্ক্রিনটি E5 AMOLED প্যানেলে তৈরি যা 120Hz রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। OnePlus 11 5G ফোনে 4nm ফ্যাব্রিকেশনে নির্মিত Qualcomm Snapdragon 8 Gen 2 octa-core প্রসেসর রয়েছে যা 3.2GHz ক্লক স্পিডে কাজ করে।

OnePlus 11 5G ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনের ব্যাক প্যানেলে 50MP Sony IMX890 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে যা 48MP Sony IMX581 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 32MP Sony IMX709 2X পোর্ট্রেট লেন্সের সাথে কাজ করে। এই স্মার্টফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 100 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজিতে কাজ করে। আরও পড়ুন: বছরের শুরুতেই সুখবর! এখন Airtel-এর এই লো বাজেট প্ল্যানগুলিতেও পাবেন Disney+ Hotstar এর সাবস্ক্রিপশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here