শক্তিশালী চার্জিং ক্যাপাসিটি সহ সামনে এল OnePlus 12, 3সি সাইটে লিস্টেড হল এই ফোন

Highlights

  • কোম্পানির হোম মার্কেট চীনে প্রথম লঞ্চ হবে OnePlus 12।
  • লঞ্চের কিছু দিন পরেই ফোনটি ভারতে আসতে পারে।
  • এতে 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

OnePlus তাদের নাম্বার সিরিজের আগামী স্মার্টফোন হিসাবে OnePlus 12 লঞ্চ করতে চলেছে। এই ফোনটি প্রথমে কোম্পানির হোম মার্কেট চীনে পেশ করা হবে। এরপর ভারত সহ বিশ্বের অন্যান্য মার্কেটেও এই ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির ব্যাপারে অফিসিয়ালি কিছু বলা না হলেও লিকের মাধ্যমে কিছু স্পেসিফিকেশন এবং রেন্ডার সামনে এসেছে। এবার 3সি সার্টিফিকেশন সাইটে এই ফোনটি দেখা গেছে। এই লিস্টিঙে ফোনটির চার্জিং সম্পর্কিত তথ্য জানা গেছে। চলুন দেখে নেওয়া যাক এই নতুন লিস্টিং এবং ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে। আরও পড়ুন: BSNL ইউজারদের জন্য সুখবর, শুধু SIM বদলালেই ফ্রি পাওয়া যাবে 4GB ডেটা

OnePlus 12 এর 3সি লিস্টিং

  • 3সি সার্টিফিকেশন সাইটের লিস্টিং ইমেজ অনুযায়ী এই ফোনের মডেল নাম্বার PJD110।
  • এই প্ল্যাটফর্মে জানানো হয়েছে ফোনটি 100W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে। এর চার্জিং অ্যাডাপ্টার 11V/9.1A সাপোর্ট করবে।
  • লিস্টিং ডিটেইলস ছাড়াও টিপস্টার জানিয়েছেন এই ফোনটিতে 50W ওয়্যারলেস চার্জিং ফিচার পাওয়া যাবে।

OnePlus 12 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: OnePlus 12 ফোনে 6.82-ইঞ্চি LTPO OLED প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে। এই স্ক্রিন 2K রেজলিউশন, 120Hz রিফ্রেশরেট এবং 2600 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে।
  • প্রসেসর: এই ফোনে সম্প্রতি লঞ্চ করা শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট দেওয়া হতে পারে।
  • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এতে 24GB পর্যন্ত RAM এবং 1TB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: রিপোর্ট অনুযায়ী এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এতে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX966 প্রাইমারি সেন্সর + 48 মেগাপিক্সেল Sony IMX581 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + 64 মেগাপিক্সেল 3x পেরিস্কোপ টেলিফটো অমনিভিশন OV64B লেন্স দেওয়া হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 100W ওয়্যার্ড চার্জিং এবং 50W ওয়াআরলেস চার্জিং সাপোর্টেড 5,400mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • অন্যান্য: এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ, ওয়াইফাই, ডুয়েল সিম 5G ছাড়াও অন্যান্য প্রয়োজনীয় ফিচার থাকবে।
  • ওএস: এই আপকামিং ফ্লাসগশিপ ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং অক্সিজেন ওএস 14 এ কাজ করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here