BSNL ইউজারদের জন্য সুখবর, শুধু SIM বদলালেই ফ্রি পাওয়া যাবে 4GB ডেটা

দেশের সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তাদের গ্রাহকদের জন্য একটি অসাধারণ অফার নিয়ে এসেছে। মূলত এই অফারটি 2G এবং 3G ইউজারদের জন্য জারি করা হয়েছে। কোম্পানি অফিসিয়ালি এই অফারটি ঘোষণা করে দিয়েছে। কোনো ইউজার যদি 4G তে আপগ্রেড করেন তবে তাকে বিনামূল্যে 4GB ডেটা দেওয়া হবে। এই স্কিম নিলে প্রত্যেক ইউজার এই ফ্রি ডেটা উপভোগ করতে পারবেন। কোম্পানি তাদের ইউজারদের জন্য নতুন টেকনোলজি নিয়ে আসছে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: 12GB RAM এবং 50MP Camera সহ চীনে লঞ্চ হল OPPO A2 5G স্মার্টফোন, জেনে নিন দাম

বিনামূল্যে পাওয়া যাবে BSNL 4G SIM

4জি সিমে আপগ্রেড করার পর বিএসএনএলের হাই স্পীড নেটওয়ার্ক চালু হয়ে গিয়ে থাকলে সেই সার্ভিস উপভোগ করতে পারবেন। কোম্পানি জানিয়েছে ইউজাররা সিম আপগ্রেড করার জন্য গ্রাহক সেবা কেন্দ্র, ফ্রেঞ্চাইসি, রিটেইলার বা ডিএসএতে যোগাযোগ করতে পারবেন।

বিএসএনএল ইউজাররা তাদের সিম সম্পর্কে চেক করার জন্য “সিম” লিখে 54040 নাম্বারে এসএমএস করতে হবে। যদি ইউজারদের 3জি সিম আছে বলে এসএমএসের রিপ্লাই দেওয়া হয় তবে তাদের সিম বিনামুল্যে 4জিতে আপগ্রেড করা হবে। আরও পড়ুন: 8GB RAM, 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল POCO C65, জেনে নিন বিস্তারিত

ডিপার্টমেন্ট অফ টেলিকমের জারি করা নোটিশ অনুযায়ী, বিএসএনএল তাদের ইউজারদের কেওয়াইসি ডিজিটাল করে সিম 4জিতে আপগ্রেড করার জন্য উৎসাহিত করছে।

BSNL 4G লঞ্চ টাইমলাইন

আগামী ডিসেম্বর মাসে সরকারি টেলিকম কোম্পানি BSNL ছোট মাত্রায় 4G সার্ভিস শুরু করতে পারে। স্বয়ং কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর পি কে পুরওয়ার এই তথ্য দিয়েছেন। গত 28 অক্টোবর Indian Mobile Congress 2023 এর মঞ্চে তিনি BSNL 4G লঞ্চ এবং BSNL 5G সম্পর্কে জানিয়েছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী এই বছরের ডিসেম্বর মাসে কোম্পানি 4G সার্ভিস শুরু করার পরিকল্পনা করছে। প্রথমে ছোট মাত্রায় হলেও আগামী জুন মাসের মধ্যে গোটা দেশে এই পরিষেবা চালু করা হবে বলে জানা গেছে।

BSNL 4G এর অপেক্ষা

দেশে দীর্ঘদিন ধরে BSNL 4G সার্ভিসের জন্য অপেক্ষা করা হচ্ছে। অথচ অন্যদিকে দেশের দুটি অন্যতম প্রাইভেট কোম্পানি রিলায়েন্স জিও এবং ভারতি এয়ারটেল 5G সার্ভিস প্রায় দেশের সমস্ত রাজ্যে চালু করে দিয়েছে। আরও পড়ুন: কোনো ফটোকে PDF কিভাবে বানাবেন? বিনামূল্যে হয়ে যাবে কাজ

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here