Highlights
- OnePlus 12 ফোনটি ডিসেম্বরে লঞ্চ হতে পারে।
- এই ফোনে Snapdragon 8 Gen 3 প্রসেসর থাকতে পারে।
- এই ফোনটিতে 100W চার্জিং সাপোর্ট থাকতে পারে।
OnePlus তাদের ‘নম্বর সিরিজ’ আরও শক্তিশালী করার প্রস্তুতি নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী কোম্পানি OnePlus 12 সিরিজে কাজ শুরু করেছে যা শক্তিশালী স্পেসিফিকেশন এবং দুর্দান্ত ফিচার সহ মার্কেটে লঞ্চ হবে। লেটেস্ট লিক রিপোর্টে অনুযায়ী OnePlus 12 লঞ্চের টাইমলাইন এবং স্পেসিফিকেশনের ডিটেইলস প্রকাশ করা হয়েছে, সেটাই আপনাদের এই পোস্টে জানানো হল। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Realme Pad 2 ট্যাবলেট, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন
OnePlus 12 ফোনের লঞ্চ টাইমলাইন (লিক)
- লিক রিপোর্ট অনুযায়ী OnePlus 12 ফোনটি ডিসেম্বর মাসে টেক প্ল্যাটফর্মে লঞ্চ হতে পারে।
- এই স্মার্টফোনটি প্রথম কোম্পানির হোম মার্কেটে অর্থাৎ চীনে লঞ্চ করা হবে।
- চীনের বাইরে ফোনটি 2024 সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হতে পারে।
- OnePlus 12 ভারতীয় মার্কেটে ফেব্রুয়ারি মাসে লঞ্চ হতে পারে।
- এই ফোন ফেব্রুয়ারী মাসেই আমেরিকা, যুক্তরাজ্য এবং ইউরোপ সহ ভারতে লঞ্চ হবে।
OnePlus 12 ফোনের স্পেসিফিকেশন (লিক)
- ডিসপ্লে: OnePlus 12 ফোনে একটি 6.7-ইঞ্চি 2K AMOLED LTPO ডিসপ্লে রয়েছে। যার মধ্যে এটি 120Hz রিফ্রেশরেট এবং হাই রেজলিউশন সাপোর্ট করবে বলে অনুমান করা হচ্ছে।
- প্রসেসর: এই ফোনে Snapdragon 8 Gen 3 প্রসেসর দেওয়া যেতে পারে।
- স্টোরেজ: এই ডিভাইসটিতে 16GB পর্যন্ত LPDDR5X RAM + 512GB পর্যন্ত UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।
- ব্যাটারি: এই ফোনটি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5400mAh ব্যাটারি সাপোর্ট করবে। এর সঙ্গে এই ফোনে 50W ওয়্যারলেস চার্জিং দেওয়া যাবে।
- ক্যামেরা: এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে যা 50-মেগাপিক্সেল OIS প্রাইমারি ক্যামেরা লেন্স, 50-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 64-মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স সাপোর্ট করবে।
- OS: এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এর উপর বেস করে রান করবে।
- অন্যান্য: অন্যান্য ফিচারের মধ্যে এই ফোনে ব্লুটুথ, ওয়াইফাই, ডুয়াল সিম 5G সাপোর্ট , ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যালার্ট স্লাইডারের মতো অনেক ফিচার পাওয়া যাবে।
OnePlus 12 ডিজাইন (লিক)
- সম্প্রতি এই ফোনের 4 টি ছবি প্রকাশ্যে এসেছে। যার মধ্যে এই ফোনের ডিজাইন স্পষ্ট দেখা গেছে।
- যদিও নতুন ফোনটি ছবিতে OnePlus 11-এর মতো দেখতে মনে হয়েছে।
- এই ফোনটি পেরিস্কোপ লেন্সের সঙ্গে দেখা গেছে।
- ব্যাক প্যানেলে লেদার ডিজাইন দেওয়া হয়েছে।
- ফোনের ফ্রন্টে বেজেল লেস ডিসপ্লে, সেন্টারে পাঞ্চ হোল ডিজাইন রয়েছে।
- এই ফোনের ডানদিকে অ্যালার্ট স্লাইডার, পাওয়ার বাটন সহ একটি ভলিউম আপ-ডাউন বাটন রয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন