বেশ কিছু দিন ধরে ওয়ানপ্লাসের নাম্বার সিরিজের আপকামিং OnePlus 13 স্মার্টফোনটি সম্পর্কে সমালোচনা হচ্ছে। ওয়ানপ্লাস তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ মডেল নিয়ে আসতে চলেছে। এই ফোনটি আগামী মাসে লঞ্চ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। লঞ্চের আগেই লিকের মাধ্যমে ফোনটির ভেগন লেদার ডিজাইন এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং OnePlus 13 স্মার্টফোনটির সম্প্রতি প্রকাশ্যে আসা লিক ডিটেইলস সম্পর্কে।
OnePlus 13 এর ডিজাইন (লিক)
- টিপস্টার সঞ্জু চৌধুরি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে OnePlus 13 স্মার্টফোনটি সম্পর্কে তথ্য শেয়ার করেছে।
- নিচে দেওয়া পোস্টে দেখা গেছে টিপস্টার অনুযায়ী আপকামিং ফোনটি গ্রিন কালার ভেগন লেদার ব্যাক সহ পেশ করা হতে পারে।
- পোস্টে স্মার্টফোনটির রেফারেন্স এবং আইডিয়ার জন্য একটি রাফ রেন্ডার শেয়ার করা হয়েছে।
- ইউনিক ডিজাইন ছাড়া ফোনটিতে আগের মডেলের মতোই বড়ো সার্কুলার ক্যামেরা মডিউল, ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এলইডি ফ্ল্যাশ রয়েছে। তবে মাঝখানে কোম্পানির ব্র্যান্ডিং লোগো দেখা গেছে।
OnePlus 13 more or less will look like this 😀
Green Color will most likely to come with Vegan leather back!Expected Specs :-
~6.82" 2K OLED 10 bit 120 Hz LTPO BOE X2 micro quad curved display
~ Snapdragon 8 Gen 4
~50 MP LYT 808 1/1.4" Main + 50 MP LYT 600 1/1.95" Periscope… pic.twitter.com/kXKwUjw3Nf— Sanju Choudhary (@saaaanjjjuuu) September 17, 2024
OnePlus 13 এর লঞ্চ টাইমলাইন
বেশ কয়েক দিন আগে ওয়ানপ্লাসের চীনের সভাপতি লুইস লি ওয়ানপ্লাস ১৩13 লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানিয়েছিলেন। সভাপতির বক্তব্য অনুযায়ী ফ্ল্যাগশিপ ফোনটি আগামী মাসে লঞ্চ করা হবে। এই ফোনটিতে আপকামিং নতুন চিপ অর্থাৎ স্ন্যাপড্রাগন 8 জেন 4 দেওয়া হবে বলে আভাস পাওয়া গিয়েছিল।
OnePlus 13 এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে: কোম্পানির পক্ষ থেকে আপকামিং OnePlus 13 ফোনটিতে BOE X2 ডিসপ্লে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই স্ক্রিনে হাই ব্রাইটনেস এবং খুব ভালোভাবে চোখের সুরক্ষা হবে। তবে এখনও পর্যন্ত স্ক্রিন সাইজ সম্পর্কে জানা যায়নি, কিন্তু এতে 6.8 ইঞ্চির 8T LTPO OLED ডিসপ্লে 2K কোয়ার্ড কার্ভ ফিচার সহ হতে পারে। এই স্ক্রিনে 1440 x 3168 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।
প্রসেসর: OnePlus 13 ফোনটিতে অক্টোবর মাসে লঞ্চ হতে চলা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 4 প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে O916T হ্যাপটিক মোটরের ব্যাবহার করা হতে পারে।
ক্যামেরা: এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই সেটআপে 50MP LYT 808 1/1.4″ প্রাইমারি সেন্সর, 3x জুম সহ 50MP LYT 600 1/1.95″ পেরিস্কোপ লেন্স এবং 50MP আলট্রাওয়াইড লেন্স থাকতে পারে।
ব্যাটারি: OnePlus 13 ফোনটিতে 100W ওয়্যার চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
অন্যান্য: OnePlus 13 ফোনটিতে আগের মডেলের থেকে আপগ্রেডেড জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP68/69 রেটিং দেওয়া হতে পারে জানা গেছে। তবে সিকিউরিটির জন্য আলট্রাসোনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।
ওএস: আপকামিং OnePlus 13 ফোনটি Android 14 এবং ColorOS 15 সহ কাজ করতে পারে।