লঞ্চের আগেই লিক হল Realme 9 Pro Plus Free Fire Edition স্মার্টফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন

Realme 9 Pro + Free Fire Edition স্মার্টফোনটি 12 এপ্রিল লঞ্চ হতে চলেছে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে এই স্মার্টফোনটি প্রথমে থাইল্যান্ডে পেশ করা হবে। Realme-এর থাইল্যান্ড ইউনিট সোশ্যাল মিডিয়াতে কোম্পানির আসন্ন লিমিটেড এডিশন স্মার্টফোনটির লঞ্চের তারিখ শেয়ার করেছে। লিক হওয়া রিপোর্ট অনুযায়ী, এই স্মার্টফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে। আপনাদের জানিয়ে রাখি যে Realme কোম্পানির জন্য ভারত হল সবথেকে বড় মার্কেট।

Realme 9 Pro + Free Fire Edition স্মার্টফোন লঞ্চের আগেই এর ডিজাইন সামনে এসেছে। Realme ফেব্রুয়ারী মাসে Realme 9 Pro+ Free Fire Edition এর টিজার প্রকাশ করেছিল। যদিও কোম্পানি এই ফোনের কোন প্রকাশ করেনি। চলতি বছরের শুরুতে Realme কোম্পানি, তাদের Realme 9 Pro এবং Realme 9 Pro+ স্মার্টফোন লঞ্চ করেছে।

Realme 9 Pro+ Free Fire Edition এর টিজার

Realme 9 Pro + Free Fire Edition স্মার্টফোনের রেয়ার প্যানেলে ফ্রি ফায়ার ব্র্যান্ডিং দেওয়া হবে। এর সাথে ফোনের ব্যাক প্যানেলে Realme-এর ব্র্যান্ডিংও দেওয়া হবে। সেই সঙ্গে ফোনের ক্যামেরা সেটআপ এর সাথে কোনায় Booyah! এর ব্র্যান্ডিং থাকবে। Realme 9 Pro+ Free Fire Edition স্মার্টফোনটি গ্রে এবং ব্লু স্ট্রাইপ ডিজাইন সহ পেশ করা হবে। Realme 9 Pro + Free Fire Edition স্মার্টফোনের দাম এই মুহূর্তে প্রকাশ করা হয়নি।

Realme 9 Pro Plus Free Fire edition smartphone will launch on April 12

Realme 9 Pro+ Free Fire Edition এর স্পেসিফিকেশন

Realme 9 Pro+ স্মার্টফোনে একটি 6.4-ইঞ্চি ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে একটি AMOLED ডিসপ্লে প্যানেল রয়েছে। ফোনটির রিফ্রেশ রেট হবে 90Hz। এর সাথে, এই ফোনে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন ল এবং 1080×2400 পিক্সেল রেজলিউশন সহ Full-HD + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি MediaTek Dimensity 920 প্রসেসর এবং 60W ফাস্টচার্জিং ফিচার সহ 4,500mAh ব্যাটারির সাথে পেশ করা হয়েছে। এই ফোনে গ্রাফিক্সের জন্য Mali-G68 MC4 GPU দেওয়া হয়েছে।

Realme 9 Pro + স্মার্টফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এই ফোনটি একটি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 3 লেয়ার VC + গ্রাফিক্স সহ পেশ করা হয়েছে। এই ফোনটি Dolby Atoms, এবং 3.5mm হেডফোন জ্যাকের সাথে পেশ করা হয়েছে। Realme 9 Pro+ স্মার্টফোনটি Android 12 এর উপর ভিত্তি করে Realme UI 3.0-এ চলে।

Realme 9 Pro+ এর এই স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনে 50MP (অ্যাপারচার f/1.8) প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে যা OIS এবং EIS Sport এর সাথে পেশ করা হয়েছে। প্রাইমারি ক্যামেরার সাথে 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। Realme 9 Pro+ স্মার্টফোনে 16MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here