ফ্ল্যাগশিপ কিলার OnePlus 13 ভারতে পেশ হতে চলেছে। যেদিন এই ফোনটি চীনে লঞ্চ করা হয়েছে, সেদিন থেকে ভারতীয় ফ্যানরা এই ফোনটি ভারতে লঞ্চের অপেক্ষা করছিল। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে 2025 সালের জানুয়ারি মাসে OnePlus 13 ফোনটি ভারতে পেশ করা হবে। একইসঙ্গে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফোনের প্রোডাক্ট পেজ লাইভ করা হয়েছে।
OnePlus 13 এর ভারতে লঞ্চ
আগামী মাসে অর্থাৎ জানুয়ারি মাসে OnePlus 13 ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে প্রোডাক্ট পেজ তৈরি করা হয়েছে, এই প্রসঙ্গে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। তবে কোম্পানির পক্ষ থেকে নতুন লঞ্চ ডেট জানানো হয়নি, তবে এই বিষয়ে তথ্য প্রকাশ্যে এলেই খরবটি আপডেট করে দেওয়া হবে।
Driven by purpose, defined by excellence. Eyes ahead as we shape the future. #A11EyesAhead
Know More: https://t.co/uKzIyBiuk9 pic.twitter.com/3k9SzG9qHY
— OnePlus India (@OnePlus_IN) December 2, 2024
জানিয়ে রাখি পেজে ‘Notify Me’ দেওয়া হয়েছে, ক্লিক করে ইউজাররা 3,000 টাকা পর্যন্ত OnePlus products এবং 500 RedCoins পেয়ে যাবেন। এই OnePlus 13 Bonus শুধুমাত্র 11 টাকায় পেয়ে যেতে পারবেন। কোম্পানির পক্ষ থেকে আগামী 18 ডিসেম্বর সন্ধ্যা 6টা 30মিনিটে প্রথম Bonus Drop sale সেল শুরু করা হবে। এই প্রসঙ্গে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
OnePlus 13 এর স্পেসিফিকেশন
- 6.82″ 2K+ 120Hz AMOLED
- Snapdragon 8 Elite CPU
- 16GB RAM + 512GB Storage
- 50MP+50MP+50MP Camera
- 32MP Selfie Camera
- 6,000mAh battery
- 100W SuperVOOC charging
- 50W wireless charging
ডিসপ্লে: OnePlus 13 ফোনে 6.82-ইঞ্চির 2K+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন LTPO AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট, 4500nits পীক ব্রাইটনেস, 2160Hz PWM ডিমিং এবং Dolby Vision সাপোর্ট করে। এতে আলট্রা সনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
প্রসেসর: চীনে OnePlus 13 ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমের এবং OxygenOS 15 সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 4.32GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনে 900MHz অ্যাড্রিনো 830 জিপিইউ রয়েছে।
স্টোরেজ: চীনে OnePlus 13 ফোনটি 12GB, 16GB এবং 24GB RAM সহ তিনটি RAM ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ভারতেও 16GB RAM লঞ্চ করা হবে, যা LPDDR5X RAM টেকনোলজিতে কাজ করবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে 256GB এবং 512GB UFS 4.0 Storage স্টোরেজ দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OnePlus 13 ফোনে Hasselblad ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি OIS সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP Sony LYT600 পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 100W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি 50W ওয়্যারলেস চার্জিং এবং magnetic charging সাপোর্ট করে।