Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ লঞ্চ হবে OnePlus 15R স্মার্টফোন,  পাওয়া যাবে 7000mAh ব্যাটারি এবং 165Hz ডিসপ্লে 

সম্প্রতি ওয়ানপ্লাস ঘোষণা করেছে আপকামিং ফ্ল্যাগশিপ কিলার OnePlus 15 ফোনটি কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী এবং অ্যাডভান্স Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হবে। এবার প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে OnePlus 15R ফোনটিও Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ পেশ করা হবে। লিক হওয়া ডিটেইলস অনুযায়ী OnePlus 15R ফোনটি চীনের বাজারে OnePlus Ace 6 নামে লঞ্চ করা হবে। 

Snapdragon 8 Gen 5 প্রসেসরটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরের লোয়ার ভার্সন হবে। এই প্রসেসর 3.8 গীগাহার্টস ক্লক স্পীডে কাজ করতে পারে। ধারনা করা হচ্ছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ ফোনের দাম 70 হাজার টাকার কাছাকাছি রাখা হবে। অন্যদিকে Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ ফোনটি 50 হাজার টাকা দামে পেশ করা হতে পারে। অর্থাৎ OnePlus 15R ফোনটিও একই প্রাইস রেঞ্জে লঞ্চ করা হতে পারে। 

লিক অনুযায়ী OnePlus 15R 5G ফোনে শক্তিশালী প্রসেসর এবং ব্যাটারি দেওয়া হবে। ফোনটি 7000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 100W বা 120W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে।  

ফটোগ্রাফির জন্য ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। লিক অনুযায়ী ফোনে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেল 3x telephoto লেন্স ও একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। এখনও পর্যন্ত সেলফি ক্যামেরা সম্পর্কে জানানো হয়নি। 

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OnePlus 15R ফোনে 1.5K রেজোলিউশন সাপোর্টেড ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে। এই এলইডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। অন্যদিকে স্ক্রিনে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।  লিক অনুযায়ী ওয়ানপ্লাস ফোনে IP69 রেটিং যোগ করা হবে। 

বাজারে উপস্থিত OnePlus 13R ফোনটি 3.3GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর সহ কাজ করে। আমাদের টেস্টে ফোনটি 17,09,077 AnTuTu স্কোর পেয়েছে। এই ফোনটিতে 6.78 ইঞ্চির ফুলএইচডি + এলটিপিও 4.1 এমোলেড ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 120Hz ফ্লেকশিবেল রিফ্রেশ রেট এবং 4500nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। 

OnePlus 13R ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল LYT700 OIS সেন্সর, 50 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে ফ্রন্টে  সেলফির জন্য 16 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 13R ফোনে 6,000mAh ব্যাটারি রয়েছে। আমাদের PC Mark ব্যাটারি বেঞ্চমার্ক টেস্টে 14 ঘন্টা 42 মিনিট চলেছে। একইসঙ্গে ফোনটিতে 80 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। টেস্ট চলাকালীন  ব্যাটারি 20% থেকে 100% চার্জ হতে 47 মিনিট সময় লেগেছে। 

 

 



LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here