ওয়ানপ্লাস 6টি এর প্রস্তুতি চলছে, কমিশন ওয়েবসাইটে হল লিস্টেড, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ

ওয়ানপ্লাস এমন এক টেক কোম্পানি যা বছরে হাতে গোণা কিছু স্মার্টফোন লঞ্চ করে। কিছু এই স্বল্পসংখ্যক স্মার্টফোন‌ই টেক জগতে ঝড় তোলার জন্য যথেষ্ট। এই কারণেই ওয়ানপ্লাসের স্মার্টফোনগুলি ফ্ল‍্যাগশিপ কিলার নামে পরিচিত। কিছু দিন আগে ওয়ানপ্লাস ভারতে তাদের নতুন ফ্ল‍্যাগশিপ কিলার ওয়ানপ্লাস 6 লঞ্চ করেছিল যা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজারদের মধ্যে অত‍্যন্ত জনপ্রিয়তা লাভ করে। প্রতি বছর ওয়ানপ্লাস তাদের স্মার্টফোনের টি ভার্সন লঞ্চ করে এবং এবছরও টেক জগত ওয়ানপ্লাস 6টি এর জন্য অধীরভাবে আগ্রহ করে রয়েছে। এবার মনে হচ্ছে এই অপেক্ষার শেষ হতে চলেছে। ওয়ানপ্লাস 6টি ফোনটি সার্টিফিকেশন সাইটে লিস্টেড করা হয়েছে।

ওয়ানপ্লাস 6টি ফোনটি রাশিয়ার ইউরোশিয়ান ইকোনমিক কমিশন (ইইসি) এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখা গেছে। ওয়ানপ্লাস 6টি ফোনটি সম্পর্কে ইতিমধ্যে অনেক লিক সামনে এসেছে কিন্তু এই লিস্টিংটিকে ওয়ানপ্লাস 6টি এর প্রথম অফিসিয়াল প্রমাণ মনে করা হচ্ছে। ইইসিতে ওয়ানপ্লাস 6টি এ6013 মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। এই লিস্টিঙের ফোনটির ফিচার বা স্পেসিফিকেশনের কোনো উল্লেখ করা হয়নি তবে এই ওয়েবসাইটে ওয়ানপ্লাস 6টি লিস্টেড হ‌ওয়ার পর এটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওয়ানপ্লাস তাদের নেক্সট ফ্ল‍্যাগশিপ কিলারের প্রস্তুতি নিচ্ছে এবং খুব তাড়াতাড়ি এটি আন্তর্জাতিক মঞ্চে লঞ্চ করা হবে।

ইতিমধ্যে পেশ হ‌ওয়া কিছু লিক থেকে জানা গেছে ওয়ানপ্লাস 6টি ফোনটিকে 6.4 ইঞ্চির এমোলেড ডিসপ্লের সঙ্গে পেশ করা হতে পারে এবং এর ওপর দিকে নচ থাকবে। কোম্পানি এই ফোনে 8 জিবি র‍্যাম যোগ করতে পারে। লিক অনুযায়ী ওয়ানপ্লাস 6টি ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে যা 128 জিবি ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত হবে।

লিক অনুযায়ী ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 710 বা স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটে রান করতে পারে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 3ডি ডেপ্থ সেন্সরযুক্ত ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে এবং সেলফির জন্য 25 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া থাকতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের দিক থেকেও ওয়ানপ্লাস 6টি ফোনটি তার আগের মডেলের চেয়ে অ্যাডভান্স হবে এবং এতে ডেথ চার্জ‌ওয়ালা 3,700 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here