BSNL এর সবচেয়ে সস্তা প্ল‍্যান, ফ্রি কলিঙের সঙ্গে প্রতিদিন পাওয়া যায় যথেষ্ট পরিমাণে ডেটা, দাম শুরু মাত্র 18 টাকা থেকে

গোটা বিশ্বের টেলিকম সেক্টরের মধ্যে ভারতে যথেষ্ট কম দামে ইন্টারনেট ডেটা ব‍্যবহার করা যায়। এই কারণে টেলিকম কোম্পানিগুলির মধ্যে যেন কম দামে ডেটা প্রোভাইড করার রেস চলতে থাকে। এয়ারটেল, জিও ও ভোডাফোন আইডিয়ার চেয়ে দেশের সরকারি টেলিকম কোম্পানি বিএস‌এন‌এল কোনো অংশে পিছিয়ে নেই। কোম্পানির কাছে এমন কয়েকটি প্ল‍্যান আছে যেখানে খুব কম দামে যথেষ্ট ডেটা পাওয়া যায়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কোম্পানির টপ 5 প্ল‍্যান সম্পর্কে যেগুলির দাম 100 টাকারও কম।

BSNL এর 18 টাকা দামের প্ল‍্যান

কোম্পানির 18 টাকা দামের স্পেশাল ট‍্যারিফ ভাউচার (STV) সমস্ত সার্কেলে কার্যকর। এই প্ল‍্যানে ভয়েস কল, ভিডিও কল, ডেটা ও এস‌এম‌এস বেনিফিটের কম্বো পাওয়া যায়। কোম্পানি এই প্ল‍্যানে যে কোনো নেটওয়ার্কে ট্রুলি আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি ভিডিও কলের সুবিধা দেয়। এছাড়া এই প্ল‍্যানে 1 জিবি ডেটার সঙ্গে 100টি ফ্রি এস‌এম‌এস পাওয়া যায়। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 2 দিন।

BSNL এর 29 টাকা দামের প্ল‍্যান

কোম্পানির এই 29 টাকা দামের প্ল‍্যানের ভ‍্যালিডিটি 5 দিন। এই প্ল‍্যানে আনলিমিটেড ভয়েস কল, 1 জিবি ডেটা ও 300টি এস‌এম‌এস দেওয়া হয়। এই প্ল‍্যানটি রিচার্জ করলে অন নেটের পাশাপাশি আনলিমিটেড অফ নেট কল‌ও পাওয়া যায়। তবে এই প্ল‍্যানের প্রতিদিন কলিং লিমিট 250 মিনিট।

BSNL এর 97 টাকা দামের প্ল‍্যান

BSNL এর 97 টাকা দামের প্ল‍্যানের ভ‍্যালিডিটি 18 দিন এবং এই প্ল‍্যানটি রিচার্জ করলে প্রতিদিন 2 জিবন করে হাই স্পীড ডেটা পাওয়া যায়। অর্থাৎ এই প্ল‍্যানে সম্পূর্ণ ভ‍্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 36 জিবি ডেটা উপভোগ করা যায়। এছাড়া এই প্ল‍্যানে প্রতিদিন 250 মিনিট ডেইলি কলিঙের সুবিধা পাওয়া যায়।

BSNL এর 98 টাকা দামের প্ল‍্যান

কোম্পানির এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 22 দিন। এই প্ল‍্যানে প্রতিদিন 2 জিবি করে ডেটা পাওয়া যায়। অর্থাৎ 22 দিনে মোট 44 জিবি ডেটা দেওয়া হয়। এছাড়া এই প্ল‍্যানে আনলিমিটেড কলের সুবিধা আছে।

BSNL এর 118 টাকা দামের প্ল‍্যান

BSNL এর এই 118 টাকা দামের প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 26 দিন। এই প্ল‍্যানে প্রতিদিন 0.5 জিবি ডেটার সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং পাওয়া যায়। তবে উল্লেখ দৈনিক ডেটা শেষ হয়ে গেলেও 40 কেবিপিএস স্পীডে ডেটা ব‍্যবহার করা যায়। এছাড়াও প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস পাওয়া যায়।

NOTE: ওপরে উল্লিখিত 5টি প্ল‍্যানের মধ্যে যে কোনো প্ল‍্যান রিচার্জের আগে চেক করুন নিন আপনার সার্কেলে কার্যকর কি না। কারণ BSNL তাদের প্ল‍্যান সার্কেলের ওপর ভিত্তি করে লঞ্চ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here