ওয়ানপ্লাস 7 এ স্ক্রিনের মধ্যে থাকবে সেলফি ক‍্যামেরা, ফোটো ও স্পেসিফিকেশন হল লিক

ওয়ানপ্লাস এই সপ্তাহের শুরু থেকেই খবরের শিরোনামে উঠে রয়েছে। দুদিন আগেই খবর পাওয়া গেছে কোম্পানি 5জি ফোনের ওপর কাজ করছে এবং এই ফোন নতুন ব্র‍্যান্ডের সঙ্গে লঞ্চ করা হবে। এই খবরে বলা হয়েছে এতদিন কোম্পানি ওয়ানপ্লাস 5, 5টি ও ওয়ানপ্লাস 6, 6টি নামে ফোন লঞ্চ করত কিন্তু এই আগামী ফোন ওয়ানপ্লাস 7 নয় বরং অন‍্য‍ কোনো নতুন টাইটেল বা ব্র‍্যান্ডে লঞ্চ হবে। কিন্তু আজ একটি নতুন লিকে ওয়ানপ্লাস 7 এর ফোটো শেয়ার হয়েছে এবং লিকে বলা হয়েছে ফোনটি 5জি সাপোর্ট করবে।

ওয়ানপ্লাস 7 এর এই ফোটোয় ফোনটি সম্পূর্ণ বেজল লেস দেখানো হয়েছে। ফোটোয় ফোনটির তিনটি সাইড দেখা গেছে যা কোনো বডি পার্ট ছাড়াই ব‍্যাক প‍্যানেলের সঙ্গে যুক্ত। অর্থাৎ ফোনটির ওপর, ডান ও বাঁদিক সম্পূর্ণ ভাবে জুড়ে রয়েছে ফোনের স্ক্রিন এমনকি এতে কোনো নচ সেন্সর‌ও নেই। ফ্রন্ট প‍্যানেলে স্ক্রিনের মাঝেই ক‍্যামেরা হোল দেওয়া হয়েছে। অর্থাৎ ওয়ানপ্লাস 7 ইন ডিসপ্লে সেলফি ক‍্যামেরাযুক্ত হবে।

ওয়ানপ্লাস 7 এর ফ্রন্ট ক‍্যামেরা ফোন বডির বদলে স্ক্রিনের মাঝখানে থাকবে যার চারদিকেই স্ক্রিন থাকবে। লিক হ‌ওয়া ফোটোয় ফোনটি 5জি কানেক্টিভিটি দেখানো হয়েছে। ফোনের নোটিফিকেশন প‍্যানেল থেকে বোঝা যায় ফোনটি ডুয়েল সিম সাপোর্ট করে। লিকে বলা হয়েছে ওয়ানপ্লাসের সেলফি ক‍্যামেরা 24 মেগাপিক্সেলের হবে। ফোনের ব‍্যাক প‍্যানেলে 24 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেল ও 8 মেগাপিক্সেলের তিনটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে।

ওয়ানপ্লাস 7 এর রেয়ার ক‍্যামেরা সেট‌‌আপ ভার্টিক‍্যাল শেপের এবং এর সঙ্গে এল‌ইডি ফ্ল‍্যাশ থাকবে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি মনে করা হচ্ছে এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। লিক অনুযায়ী এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,150 এম‌এএইচ ব‍্যাটারী থাকবে। আগের রিপোর্টে বলা হয়েছে আগামী বছর বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2019 এর মঞ্চে ওয়ানপ্লাস তাদের প্রথম 5জি স্মার্টফোন লঞ্চ করবে।

কিন্তু এখন এটা বলা সম্ভব নয় যে কোম্পানির প্রথম 5জি ফোন ওয়ানপ্লাস 7 হবে না অন্য কোনো নামে লঞ্চ হবে। ফ্ল‍্যাগশিপ কিলার ওয়ানপ্লাস যতদিন পর্যন্ত না অফিসিয়ালি তাদের 5জি ফোন বা ওয়ানপ্লাস 7 সম্পর্কে কোনো ঘোষণা করছে ততদিন এই লিকের ওপর খুব একটা ভরসা করা যায় না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here