এক ধাক্কায় OnePlus 7T Pro এর দাম কমল 4000 টাকা, জেনে নিন নতুন প্রাইস

টেক কোম্পানি OnePlus শুরুর দিকে শুধুমাত্র হাইএন্ড ফ্ল‍্যাগশিপ ফোন লঞ্চ করলেও বতর্মানে কোম্পানি মিড রেঞ্জ সেগমেন্টেও ফোন লঞ্চ করে। দীর্ঘদিন ধরে মার্কেটে হিট স্মার্টফোন OnePlus 7T Pro কে আরও জনপ্রিয় করে তোলার জন্য ফোনটির দামে বড়সড় প্রাইস কাট করা হয়েছে। কোম্পানি ফোনটির 8 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম সরাসরি 4,000 টাকা কমিয়ে দিয়েছে এবং আজ থেকেই নতুন দামে ফোনটি সেল করা হচ্ছে।

আরও পড়ুন: Jio, Airtel ও VI এর 598 টাকা দামের প্ল‍্যান, জেনে নিন কোন প্ল‍্যানে বেনিফিট বেশি

কোম্পানির পক্ষ থেকে OnePlus 7T Pro ফোনটি 53,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই ফোনে 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। আগেও ফোনটির দাম কমানো হয়েছিল এবং এরপর ফোনটি 47,999 টাকা দামে সেল করা হচ্ছিল। এবার ফোনটির দাম 4,000 টাকা কমানোর পর ফোনটি মাত্র 43,999 টাকার বিনিময়ে কেনা যাচ্ছে। আজ থেকেই ফোনটি এই নতুন দামে কেনা যাচ্ছে।

OnePlus 7T Pro

OnePlus 7T Pro ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 3120 × 1440 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.67 ইঞ্চির কিউএইচডি+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। কোম্পানি এই ডিসপ্লেকে ফ্লুইড এমোলেড ডিসপ্লে নাম দিয়েছে যা এইচডিআর10+ এর সঙ্গে 90 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে। এই ফোনের ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য 3ডি কর্নিং গোরিলা গ্লাস ব‍্যবহার করা হয়েছে। কোম্পানি এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করেছে।

আরও পড়ুন: লঞ্চ হল Realme 7i, এতে আছে 8GB RAM, 64MP ক‍্যামেরা ও 5000mAh ব‍্যাটারী

ফোটোগ্ৰাফির জন্য OnePlus 7T Pro তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে এফ/1.6 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের Sony IMX586 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে যা আইওএস ফিচারযুক্ত। এর সঙ্গে এই সেট‌আপে 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। এক‌ই ভাবে সেলফি ও ভিডিও কলের জন্য OnePlus 7T Pro তে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে OnePlus 7T Pro ফোনটি অ্যান্ড্রয়েডের সবচেয়ে নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা অক্সিজেন ওএসে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 1.96 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 855+ আছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য  OnePlus 7T Pro তে অ্যাড্রিনো 640 জিপিইউ দেওয়া হয়েছে। OnePlus 7T Pro তে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 30 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 4,085 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here