Exclusive : চলে এল OnePlus 8 Lite এর রেন্ডার, এতে থাকবে ডুয়েল রেয়ার ক‍্যামেরা ও পাঞ্চ হোল ডিসপ্লে

চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি ওয়ানপ্লাস আগামী বছর অর্থাৎ 2020 সালে OnePlus 8 সিরিজ পেশ করতে চলেছে। এই কথা অনেক আগেই জানা গেছে। যদিও এই সিরিজের স্মার্টফোন লঞ্চ হতে এখনও দেরি আছে, তবে দীর্ঘদিন ধরেই এই ফোনটি সম্পর্কে বিভিন্ন লিক ও রেন্ডার প্রকাশ হয়ে চলেছে। এবারের পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানি OnePlus 8 সিরিজে Lite ক‍্যাটাগরির স্মার্টফোন‌ও লঞ্চ করার পরিকল্পনা করছে। এই ক‍্যাটাগরির অন্তর্গত প্রথম স্মার্টফোন হবে OnePlus 8 Lite।

আরও পড়ুন : ভারতে লঞ্চ হল Vivo V17, এতে আছে চারটি রেয়ার ক‍্যামেরা, পাঞ্চ হোল ডিসপ্লে ও 4,500 এম‌এএইচ ব‍্যাটারী

আমরা @OnLeaks এর সঙ্গে হাত মিলিয়ে হাত মিলিয়ে OnePlus 8 Lite ও 360 ডিগ্রি ভিডিও জারি করেছি। এর মধ্যে OnePlus 8 Lite এর ডিজাইন শেয়ার করা হয়েছে। রেন্ডার অনুযায়ী এই ফোনের মাঝ বরাবর স‍্যামসাং গ‍্যালাক্সি নোট 10 এর মতো পাঞ্চ হোল ক‍্যামেরা দেওয়া হবে।

এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে যা একটি বড় ব্ল‍্যাক কালারের ক‍্যামেরা মডিউল (বক্স) এর মধ্যে দেওয়া হবে। ভিডিওতে দেখা গেছে ব‍্যাক প‍্যানেলে ক‍্যামেরার সঙ্গে লেজার অটো ফোকাস ও এল‌ইডি ফ্ল‍্যাশ‌ও দেওয়া হবে। লিক থেকে আরও জানা গেছে OnePlus 8 Lite এ অডিও জ‍্যাক দেওয়া হবে না।

আরও পড়ুন : BSNL তাদের 29 টাকা ও 47 টাকার প্রিপেইড প্ল‍্যানে পরিবর্তন করল, কমল ভ‍্যালিডিটি

চার্জিঙের জন্য এই ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হবে। এছাড়া এই ফোনে অ্যালার্ট স্লাইডার ফোনের ডানদিকে দেওয়া হয়েছে। OnePlus 8 Lite এ পাওয়ার বাটন ও ভলিউম রকার বাটন ফোনের বাঁদিকের প‍্যানেলে অবস্থিত। ভিডিওতে OnePlus 8 Lite ফোনটি গ্ৰেডিয়েন্ট ব্লু কালার ভেরিয়েন্টে দেখা গেছে, যা অনেকটা ওয়ানপ্লাস 7টি এর গ্লেসিয়ার ব্লু কালার ভেরিয়েন্টের মতো দেখতে। প্রসেসিঙের জন্য OnePlus 8 Lite এ স্ন‍্যাপড্রাগন 765 চিপসেট দেওয়া হবে।

প্রসঙ্গত জানিয়ে রাখি কিছু দিন আগে OnePlus 8 এর রিয়েল ইমেজ পাওয়া গেছিল। টিপস্টার স্ল‍্যাশলিকের পক্ষ থেকে ফোনটির ফোটো শেয়ার করা হয়েছিল, যেখানে কোনো এক ব‍্যাক্তিকে এই ফোনটি ব‍্যবহার করতে দেখা গেছে। একটি ফোটোয় ফোনটি ইউজারের হাতে ছিল যেখানে এর ফ্রন্ট প‍্যানেল দেখা গেছে এবং দ্বিতীয় ফোটোয় এই ফোনটিই টেবিলের ওপর ওল্টানো অবস্থায় দেখা গেছে। এই দ্বিতীয় ফোটোয় ফোনটির ব‍্যাক প‍্যানেলের ডিজাইনের সঙ্গে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ সম্পর্কে জানা গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here