লঞ্চের আগেই জানা গেল OnePlus 9 Lite এর দাম, শক্তিশালী প্রসেসরের সঙ্গে।আসবে মার্কেটে

স্মার্টফোন কোম্পানি ওয়ানপ্লাসের আগামী স্মার্টফোন সিরিজ OnePlus 9 সম্পর্কে দীর্ঘদিন ধরেই বিভিন্ন খবর শোনা যাচ্ছে। কয়েক দিন আগে জানা গিয়েছিল এই সিরিজে OnePlus 9 ও OnePlus 9 Pro এর পাশাপাশি আরেকটি ফোন OnePlus 9E নামে পেশ করা হবে। এবার কোম্পানির এই আপকামিং সিরিজ সম্পর্কে একটি নতুন খবর পাওয়া গেছে। রিপোর্ট থেকে জানা গেছে OnePlus 9 সিরিজে OnePlus 9 Lite ফোন‌ও পেশ করা হবে। এই ফোনটির লঞ্চের কথা জানার পাশাপাশি ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। আশা করা হচ্ছে 2021 এর প্রথম কোয়ার্টারে এই ফোনটি লঞ্চ করা হবে।

প্রসেসর

টেক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড সেন্ট্রালের একটি রিপোর্ট অনুযায়ী কোম্পানি তাদের আগামী OnePlus 9 ও OnePlus 9 Pro তে নতুন 5 এন‌এম চিপসেটযুক্ত স্ন‍্যাপড্রাগন 888 প্রসেসর যোগ করবে। তবে OnePlus 9 Lite এ স্ন‍্যাপড্রাগন 865 চিপসেট পাওয়া যাবে। যেহেতু কোম্পানি এই ফোনটির দাম কম রাখতে চাইছে তাই এতে এই চিপসেট যোগ করা হচ্ছে।

ডিসপ্লে

আরও জানা গেছে OnePlus 9 Lite এওয়ানপ্লাস 8টি এর মতো হার্ডওয়্যার থাকবে। অর্থাৎ এই ফোনে 65 গিগাহার্টস ডিসপ্লের সঙ্গে 90 হার্টস অথবা 120 হার্টস এমোলেড ডিসপ্লে আশা করা যায়। তবে উল্লেখ্য দাম কম রাখার জন্য OnePlus 9 Lite এ গ্লাসের বদলে প্লাস্টিক ব‍্যাক প‍্যানেল দেখা যাবে।

দাম

রিপোর্ট অনুযায়ী OnePlus 9 Lite এর দাম প্রায় $600 অর্থাৎ 44,200 টাকার আশেপাশে হতে পারে। ভারতে এই ফোনটির লঞ্চ সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। তবে আমরা আশা করছি ভারতে রিয়েলমি ও শাওমিকে টেক্কা দিতে এই ফোনটি আরও কম দামে পেশ করা হতে পারে। OnePlus 9 ও OnePlus 9 Pro এর দাম $780 থেকে শুরু করে $800 এর মধ্যে হবে বলে জানা গেছে।

কানাঘুষো শোনা যাচ্ছে OnePlus 9 Lite এ 65 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার পাওয়া যাবে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি OnePlus 9 Lite এর ফিচার সম্পর্কে কিছু জানানো হয়নি। তাই এখনই সঠিকভাবে এই আগামী ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে কিছু বলা সম্ভব নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here