আবার সস্তা হল 20MP সেলফি ও 6GB র‍্যামযুক্ত Samsung Galaxy A31, জেনে নিন নতুন দাম

দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি স‍্যামসাং তাদের ফ‍্যানদের খুশি করার জন্য তাদের একটি সুন্দর ফোনের দাম কমিয়ে দিয়েছে। কোম্পানি ভারতে তাদের Samsung Galaxy A31 এর দাম কমিয়ে দিয়েছে। এর আগেও কোম্পানি এই ফোনের দাম কমিয়েছিল। শেষবার এই ফোনটির দাম 2,000 টাকা কমানোর ফলে 17,999 টাকা হয়ে গেছে। এবার ফোনের দাম 1,000 টাকা কমানোয় এই ফোনটি আরও সস্তা হয়ে গেছে। ফোনটি তিনটি কালার ও একটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হয়। চলুন জেনে নেওয়া যাক ফোনটির নতুন দাম

Samsung Galaxy A31 এর নতুন দাম

গত বছর জুন মাসে Samsung Galaxy A31 ফোনটি 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজসহ 21,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। কিন্তু বারবার দাম কমিয়ে এই ফোনের দাম 16,999 টাকা হয়ে গেছে। এই ফোনটি শপিং সাইট আমাজন ইন্ডিয়ার মাধ্যমে সেল করা হয়। এছাড়াও ফোনটি স‍্যামসাং ডট কম, স‍্যামসাং অপেরা হাউস ও অফলাইন রিটেইল স্টোরে বেচা হয়।

স্পেসিফিকেশন

Samsung Galaxy A31 ফোনটিতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ইনফিনিটি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির ডায়মেনশন 73.1 × 159.3 × 8.6 এম‌এম এবং ওজন 185 গ্ৰাম। কোম্পানি তাদের এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করেছে এবং স্ক্রিন প্রোটেকশনের জন্য গ্লাস কোটিঙ‌ও ব‍্যবহার করা হয়েছে।

Samsung Galaxy A31 ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেকের হেলিও পি65 চিপসেটে রান করে। ভারতীয় মার্কেটে ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল মেমরিসহ লঞ্চ করা হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

ক‍্যামেরা

ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy A31 এর ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের‌ই ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy A31 এ এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর আছে।

কানেক্টিভিটি ও ব‍্যাটারি

Samsung Galaxy A31 ফোনটি একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে 3.5 এম‌এম অডিও জ‍্যাক দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Samsung Galaxy A31 এ 15 ওয়াট কুইক চার্জ সাপোর্টেড 5,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here