OnePlus TV এক্সক্লুসিভ লঞ্চ হবে ভারতে, জেনে নিন সব ডিটেইলস

চীনা টেক কোম্পানি OnePlus তাদের ফ্ল‍্যাগশিপ স্মার্টফোনের দৌলতে সবসময় সমালোচনার শীর্ষে উঠে থাকে। কিন্তু এবার কোম্পানি স্মার্টফোন ছাড়া টেলিভিশন মার্কেটে পা রাখার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। কোম্পানি খুব তাড়াতাড়ি তাদের প্রথম স্মার্ট টিভি রেঞ্জ পেশ করতে চলেছে যার নাম OnePlus TV হবে।

Realme 5 vs Xiaomi Mi A3, চার কদম এগিয়ে দুই কদম পিছিয়ে

এবার OnePlus TV সেগমেন্ট সম্পর্কে স্বয়ং কোম্পানির সিইও পীট লাউ জানিয়েছেন যে ওয়ানপ্লাস স্মার্ট টিভি এক্সক্লুসিভ ভাবে ভারতে লঞ্চ করা হবে এবং এটি আমাজন ইন্ডিয়াতে সেল করা হবে।

আমাজন ইন্ডিয়া আপাতত OnePlus TV এর জন্য একটি নতুন মাইক্রোসাইট বানিয়েছে, যেখানে “Notify Me” অপশন দেওয়া আছে। কোম্পানি আগেই জানিয়েছে যে OnePlus TV সেপ্টেম্বরে লঞ্চ করা হবে এবং এটি ইন্ডিয়ান মার্কেটে এক্সক্লুসিভ বেচা যাবে।

Oppo শেয়ার করলো Reno 2 এর স্পেসিফিকেশন, 8 জিবি র‍্যাম ও 4000 এম‌এএইচের এতে থাকবে 48 মেগাপিক্সেলের কোয়াড ক‍্যামেরা

এছাড়া কিছু সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী টিভির সঙ্গে কোম্পানি OnePlus 7T এবং OnePlus 7T Pro স্মার্টফোন‌ও ভারতে 26 সেপ্টেম্বর লঞ্চ করবে। মনে করা হচ্ছে কোম্পানি এক‌ই দিনে ভারতে তাদের স্মার্টফোন ও স্মার্ট টিভি পেশ করবে।

কোম্পানির সিইও কিছু দিন আগে জানিয়েছেন টিভি ডেভেলপ করার সময় তাদের ফোকাস ছিল মূলত এই টিভির ইমেজ ও সাউন্ড কোয়ালিটির ওপর। পীট লাউ বলেন ইউজারদের জন্য সবচেয়ে ইম্পরট্যান্ট হলো ইমেজ কোয়ালিটি আর সেটা উন্নত করার জন্য কোম্পানি মার্কেটে উপলব্ধ সবচেয়ে উন্নত কোয়ালিটির টিভিগুলির থেকে তারা অনুপ্রাণিত হয়েছেন।

32 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা ও অসাধারণ প্রসেসরের সঙ্গে লঞ্চ হলো Mi A3, জেনে এই দুর্দান্ত ফোনটির অবাক করা স্পেসিফিকেশন

OnePlus TV এর কিছু মডেলে TPV Display এর সঙ্গে পেশ করা হবে এবং আবার কোম্পানি OLED প‍্যানেলের সঙ্গেও কিছু স্মার্ট টিভি পেশ করবে। আশা করা হচ্ছে OnePlus TV তে 4K HDR স্ক্রিন, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ও AI টেকনোলজি দেখা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here