Realme 5 vs Xiaomi Mi A3, চার কদম এগিয়ে দুই কদম পিছিয়ে

ভারতের স্মার্টফোন মার্কেটে নাম্বার ওয়ান ব্র‍্যান্ডে পরিণত হ‌ওয়া কোম্পানি Xiaomi গতকাল ভারতে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়িয়ে Mi A3 লঞ্চ করেছে। এই ফোনটি 12,999 টাকার প্রাথমিক দামে মার্কেটে লঞ্চ করা হয়েছে যা ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও গুগল অ্যান্ড্রয়েড ওয়ানের মতো ফিচারযুক্ত। ভারতে সফলতার সঙ্গে এক বছর পূর্ণ করা টেক কোম্পানি Realme কে Xiaomi এর কড়া প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে। Realme ও Xiaomi এর মতো কম দামে অসাধারণ স্পেসিফিকেশনযুক্ত স্মার্টফোন লঞ্চ করে। গতকাল Realme ভারতে তাদের দুটি নতুন ডিভাইস Realme 5 ও Realme 5 Pro লঞ্চ করেছে। লো বাজেট সেগমেন্টে Realme 5 কে Xiaomi Mi A3 এর জন্য বিপদ মনে করা হচ্ছে। এই দুটি ফোন‌ই এই মাসেই সেল করা শুরু হয়ে যাবে। আপনি যদি কোনো নতুন ফোন নেওয়ার কথা ভাবছেন এবং Xiaomi Mi A3 নেবেন না Realme 5 নেবেন সেবিষয়ে যদি কনফিউজড হয়ে থাকেন তবে এই আর্টিকেলটি আপনার জন্য। আমরা ফোনদুটির একটি তুলনামূলক আলোচনা করেছি যেখানে আপনারা জানতে পারবেন Xiaomi Mi A3 বেস্ট না Realme 5?

Oppo শেয়ার করলো Reno 2 এর স্পেসিফিকেশন, 8 জিবি র‍্যাম ও 4000 এম‌এএইচের এতে থাকবে 48 মেগাপিক্সেলের কোয়াড ক‍্যামেরা

ডিসপ্লে ও ডিজাইন
Xiaomi Mi A3 ফোনটি কোম্পানির পক্ষ থেকে 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 1520 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.08 ইঞ্চির এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে সাপোর্ট করে। স্ক্রিনের সুরক্ষার জন্য কোম্পানি এতে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দিয়েছে। Xiaomi Mi A3 সপ্তম জেনারেশনের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত। অন‍্যদিকে, Realme 5 এ 6.5 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে স্ক্রিনের সুরক্ষায় জন্য কর্নিং গোরিলা গ্লাস 3+ ব‍্যবহার করা হয়েছে। এই দুটি ফোনেই ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে।

Mi A3 ও Realme 5 দুটি ফোনেই রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিক ঘেঁষে ভার্টিক‍্যাল শেপে অবস্থিত। Realme 5 এর ব‍্যাক প‍্যানেলে চারটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে তবে Mi A3 এর রেয়ার ক‍্যামেরা সেট‌আপে তিনটি সেন্সর আছে। Realme 5 এর ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে কিন্তু Mi A3 তে এটি নেই। Xiaomi Mi A3 তে ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে কিন্তু Realme 5 এর ক্ষেত্রে বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন দেওয়া হয়েছে।

32 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা ও অসাধারণ প্রসেসরের সঙ্গে লঞ্চ হলো Mi A3, জেনে এই দুর্দান্ত ফোনটির অবাক করা স্পেসিফিকেশন

ওএস ও প্রসেসর
Xiaomi Mi A3 অ্যান্ড্রয়েড 9.0 পাইযুক্ত অ্যান্ড্রয়েড ওয়ান ওএসের সঙ্গে পেশ করা হয়েছে যা ভারতে অ্যান্ড্রয়েড 10 সেল‌আউট হ‌ওয়ামাত্র এতে আপডেট হয়ে যাবে। অপরদিকে Realme 5 অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে। এই দুটি স্মার্টফোন‌ই 2.0 গিগাহার্টসের ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 11 এন‌এম টেকনিকে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 এআইই চিপসেটে রান করে। এক‌ই ভাবে Realme 5 এবং Xiaomi Mi A3 দুটি ফোন‌ই গ্ৰাফিক্সের জন্য অ্যাড্রিনো 610 জিপিইউ সাপোর্ট করে।

র‍্যাম ও স্টোরেজ
Xiaomi Mi A3 ফোনটি কোম্পানির পক্ষ থেকে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির ছোট ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এই দুটি ফোনের স্টোরেজ‌ই মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
Realme 5 ফোনটি ভারতে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির সবচেয়ে ছোট ভেরিয়েন্টে 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ আছে। এক‌ই ভাবে ফোনটির 4 জিবি র‍্যাম দেওয়া হয়েছে যা 64 জিবি ও 128 জিবি মেমরি সাপোর্ট করে। এই ফোনেও 256 জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যায়।

Vivo ভারতে 6টি নতুন স্মার্টফোন লঞ্চ করবে, আসতে চলেছে U সিরিজ‌ও

ক‍্যামেরা
Xiaomi Mi A3 ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ করা হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের Sony IMX586 প্রাইমারি সেন্সর + এফ/2.2 অ্যাপার্চারের 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য Mi A3 এর জন্য 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।
অন‍্যদিকে কোম্পানি Realme 5 এ কোয়াড রেয়ার ক‍্যামেরা যোগ করেছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর + এফ/2.25 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স + 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। Realme 5 এ সেলফির জন্য এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

ব‍্যাটারী
Xiaomi Mi A3 তে কোম্পানি 4,030 এম‌এএইচের ব‍্যাটারী ব‍্যাটারী যোগ করে লঞ্চ করেছে। এই ফোনটির ব‍্যাটারী কুইক চার্জ 3.0 টেকনিকের সঙ্গে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Mi A3 এর বক্সে 10 ওয়াটের চার্জার‌ও দেওয়া হয়। অন‍্যদিকে Realme 5 এ 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে যা 10 ওয়াটের চার্জিং সাপোর্ট করে।

256 জিবি স্টোরেজ ও পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ হলো Samsung Galaxy Note 10 ও Galaxy Note 10+, জেনে নিন দাম

দাম

Xiaomi Mi A3
4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট = 12,999 টাকা
6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট = 15,999 টাকা

Realme 5
3 জিবি র‍্যাম + 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট = 9,999 টাকা
4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট = 10,999 টাকা
4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট = 11,999 টাকা

শুধুমাত্র স্পেসিফিকেশনের কথা বললে Realme 5 ও Xiaomi Mi A3 এক‌ই চিপসেট সাপোর্ট করে। Realme 5 এ যেমন রেয়ার ক‍্যামেরার সেন্সর বেশি তেমনই আবার Xiaomi Mi A3 তে রেয়ার মেগাপিক্সেল বেশি। সেলফি ক‍্যামেরার দিক থেকে Xiaomi Mi A3 এগিয়ে এবং অন‍্যদিকে Realme 5 ব‍্যাটারী ও ডিসপ্লের দিক থেকে এগিয়ে। যদি দুটি ফোনের 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দামের তুলনা করা হয় তবে দেখা যাবে Realme 5 Xiaomi Mi A3 এর থেকে 2,000 টাকা সস্তা।

64 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে সেপ্টেম্বরে লঞ্চ হবে Realme XT, জানালো কোম্পানি

Xiaomi Mi A3 আজ অর্থাৎ 23 আগস্ট থেকে শপিং সাইট আমাজনে সেল করা হবে এবং Realme 5 আগামী 27 আগস্ট থেকে শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here