OnePlus Nord 3 5G-কে কড়া প্রতিদ্বন্দিতা দিতে সক্ষম এই 5টি স্মার্টফোন, দেখে নিন তালিকা

OnePlus তাদের নর্ড সিরিজের নতুন স্মার্টফোন হিসানে OnePlus Nord 3 5G লঞ্চ করেছে। এই ফোনের 8GB + 128GB মডেলের প্রাথমিক দাম রাখা হয়েছে 33,999 টাকা। এতে MediaTek Dimensity 9000 SoC এবং 80W SUPERVOOC চার্জিং ফিচার রয়েছে। তবে ভারতের মার্কেটে বেশ কয়েকটি স্মার্টফোন রয়েছে যেগুলি এই ফোনটিকে টক্কর দিতে সক্ষম। এই পোস্টে ওয়ানপ্লাস নর্ড 3 5জি ফোনের দামের কাছাকাছি মূল্যের 5টি ফোনের তালিকা শেয়ার কড়া হল। আরও পড়ুন: লিক রিপোর্টে সামনে এল OnePlus-এর ফোল্ডেবল ফোনের নাম, জেনে নিন লঞ্চ ডিটেইলস

OnePlus Nord 3 5G এর প্রতিদ্বন্দ্বী

  • Samsung Galaxy F54 5G
  • iQOO Neo 7
  • Realme 11 Pro Plus
  • Motorola Edge 40
  • POCO F5

Samsung Galaxy F54 5G

  • ডিসপ্লে: 120 রিফ্রেশরেটযুক্ত 6.7 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লে।
  • প্রসেসর: এক্সিনস 1380 অক্টাকোর প্রসেসর।
  • ওএস: অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ওয়ানইউআই 5.1 কাস্টম স্কিন।
  • ক্যামেরা: 108 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রেয়ার ক্যামেরা এবং 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
  • ব্যাটারি: 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এমএএইচ ব্যাটারি।
  • দাম: 29,999 টাকা। (Flipkart)

iQOO Neo 7

  • ডিসপ্লে: 6.78 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে।
  • প্রসেসর: মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 অক্টাকোর এসওসি।
  • ওএস: অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ফানটাচ অপারেটিং সিস্টেম।
  • ক্যামেরা: 64 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স + 2 মেগাপিক্সেল বোকে লেন্স এবং 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
  • ব্যাটারি: 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি।
  • দাম: প্রাথমিক দাম 29,999 টাকা (আমাজন)

Realme 11 Pro Plus

  • ডিসপ্লে: 6.7 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে।
  • প্রসেসর: মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 অক্টাকোর এসওসি।
  • ওএস: অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং রিয়েলমি ইউআই 4.0 কাস্টম স্কিন।
  • ক্যামেরা: 200 মেগাপিক্সেল স্যামসাং এইচপি3 সুপার জুম লেন্স + 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রেয়ার ক্যামেরা এবং 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
  • ব্যাটারি: 5,000 এমএএইচ ব্যাটারি।
  • দাম: প্রাথমিক দাম 27,999 টাকা। (আমাজন)

Motorola Edge 40

  • ডিসপ্লে: 6.55 ইঞ্চির ফুলএইচডি+ 3ডি কার্ভড ডিসপ্লে।
  • প্রসেসর: মিডিয়াটেক ডায়মেনসিটি 8020 এসওসি।
  • ওএস: অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম।
  • ক্যামেরা: 50 মেগাপিক্সেল + 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রেয়ার ক্যামেরা এবং 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
  • ব্যাটারি: 15 ওয়াট চার্জিং সাপোর্টেড 4,400 এমএএইচ ব্যাটারি।
  • দাম: প্রাথমিক দাম 29,999 টাকা। (Flipkart)

POCO F5

  • ডিসপ্লে: 6.67 ইঞ্চির পাঞ্চ হোল স্ক্রিন।
  • প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 প্লাস জেন 2 অক্টাকোর প্রসেসর।
  • ওএস: অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম।
  • ক্যামেরা: 64 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রেয়ার ক্যামেরা এবং 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
  • ব্যাটারি: 67 ওয়াট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি।
  • দাম: প্রাথমিক দাম 29,999 টাকা। (Flipkart)

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here