OnePlus Open ফোনটি আসলে OPPO Find N3, জানালো কোম্পানি

Highlights

  • আলাদা নয় OnePlus Open ফোনটি আসলে OPPO Find N3।
  • এই দুটি ফোনের প্রধান আর্কিটেক্ট পিট লাউ।
  • দুটি ফোনে বর্তমান ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন চিপ দেওয়া হতে পারে।

আজ পর্যন্ত লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা ফোল্ডেবল স্মার্টফোন OnePlus Open শীঘ্রই আন্তর্জাতিক বাজারে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি OPPO Find N3 এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। OnePlus এর কো-ফাউন্ডার এবং OPPO এর চীফ প্রোডাক্ট অফিসার পিট লাউ উভয় কোম্পানির টীমকে আলাদা আলাদাভাবে বিভিন্ন মার্কেটে এই দুটি ফোল্ডিং ফোন আলাদা নামে লঞ্চ করার নির্দেশ দিয়েছেন। আরও পড়ুন: শীঘ্রই ভারতে লঞ্চ হবে OnePlus Open, অনুস্কা শর্মার হাতে দেখা গেল এই ফোল্ডেবল ফোন

আলাদা নামে লঞ্চ হবে বিভিন্ন মার্কেটে

দা ভার্জকে ইমেইল করে OnePlus জানিয়েছে কোম্পানি এবং তাদের সহকারী কোম্পানি OPPO একটি ফোল্ডেবল ফোন বিশ্বের বিভিন্ন বাজারে আলাদা আলাদা নামে লঞ্চ করতে চলেছে। এখনও পর্যন্ত নিশ্চিত নয়, তবে OPPO Find N3 ফোনটি বিশেষ করে চীনে এবং OnePlus Open ফোনটি আন্তর্জাতিক বাজারে লঞ্চ করা হতে পারে।

আগামী 19 অক্টোবর আন্তর্জাতিক বাজারে OnePlus Open ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটি ভারতেও পেশ করা হবে বলে মনে করা হচ্ছে, কারণ সম্প্রতি এই ফোনটি বলিউড অভিনেত্রী অনুস্কা শর্মার হাতে দেখা গেছে। আরও পড়ুন: মাত্র 11,499 টাকা দামে লঞ্চ হল Vivo Y17s, এতে রয়েছে 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি

OnePlus Open তথা OPPO Find N3 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিজাইন: OPPO Find N3 ফোনটিতে Find N2 এর তুলনায় 37% বেশি শক্তিশালী হিঞ্জ থাকবে। উভয় ফোনে সিগনেচার OnePlus অ্যালার্ট স্লাইডার থাকবে।
  • ডিসপ্লে: উভয় ফোল্ডেবল ফোনের প্রাইমারি স্ক্রিনে 7.82-ইঞ্চির AMOLED প্যানেল থাকতে পারে। ফোনের কভার স্ক্রিনে 6.31 ইঞ্চির স্ক্রিন দেওয়া হতে পারে।
  • মেমরি: ফোনের সবচেয়ে বড় মডেলে 24GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ যোগ করা হতে পারে।
  • প্রসেসর: এই দুটি ফোনেই শক্তিশালী স্ন্যাপড্রাগন 8 জেন 2 SoC থাকতে পারে।
  • ব্যাটারি: 100W ফাস্ট চার্জিং ফিচার সহ এই ফোনে 4,520 এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। এই ফোনে ওয়্যারলেস চার্জিং থাকবে বলে মনে করা হচ্ছে।
  • ক্যামেরা: এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর, 48MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 64MP পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ক্যামেরা সেন্সর থাকতে পারে।
  • সফটওয়্যার: চীনে ColorOS 13.1 এবং অন্যান্য বাজারে OxygenOS 13 সহ এতে Android 13 অপারেটিং সিস্টেম থাকতে পারে।

এখনও পর্যন্ত একদম নিশ্চিত জানা যায়নি যে এই দুটি ফোনে হুবহু এক স্পেসিফিকেশন থাকবে না কি কিছু পার্থক্য থাকবে। উপরোক্ত ফিচার এবং স্পেসিফিকেশন বিভিন্ন লিক ও রিপোর্টের মাধ্যমে জানা গেছে। এখন অপেক্ষা অফিসিয়াল লঞ্চের।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here