শীঘ্রই ভারতে লঞ্চ হবে OnePlus Open, অনুস্কা শর্মার হাতে দেখা গেল এই ফোল্ডেবল ফোন

Highlights

  • 19 অকব্র পেশ হতে পারে OnePlus Open।
  • এতে 16GB পর্যন্ত RAM + 256GB স্টোরেজ থাকতে পারে।
  • এই ফোনটি স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসরে রান করবে বলে আশা করা হচ্ছে।

OnePlus খুব তাড়াতাড়ি ভারতে তাদের একটি নতুন ফোল্ডেবল ডিভাইস লঞ্চ করতে পারে। আশা করা হচ্ছে এই ফোনটি OnePlus Open নামে লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে কোনও সঠিক তথ্য জানানো হয়নি ঠিকই, ত্নে এই ফোনটি বলিউড অভিনেত্রী অনুস্কা শর্মার হাতে দেখা গেছে এই ফোনটি। এর ফলে মনে করা হচ্ছে এই ফোনটি শীঘ্রই পেশ করা হতে পারে। এই পোস্টে আপকামিং OnePlus Open এর সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: মাত্র 11,499 টাকা দামে লঞ্চ হল Vivo Y17s, এতে রয়েছে 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি

ভিডিওতে দেখা গেল OnePlus Open

  • ভিডিও শেয়ারিঙের মাধ্যমে জনপ্রিয় ভাইরাল ভয়ানির দ্বারা ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে অভিনেত্রীকে OnePlus Open এর সঙ্গে দেখা গেছে।
  • টিপস্টার অনলিক্স জানিয়েছেন এই ফোনটি OnePlus Open হতে পারে বলে আশা করা হচ্ছে। এই ফোনে একটি বড় ক্যামেরা মডিউল দেখা গেছে।
  • জানিয়ে রাখি এর আগে এই ফোনের লিকের মাধ্যমে এই একই ডিজাইন দেখা গিয়েছিল।
  • এই ভিডিও এবং টিপস্টারের দেওয়া তথ্য সঠিক হলে ভারতে শীঘ্রই এই ফোনটি লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

OnePlus Open এর সম্ভাব্য লঞ্চ ডেট

লিকের মাধ্যমে জানা গেছে ভারতে আগামী 19 অক্টোবর OnePlus Open ফোনটি পেশ করা হতে পারে বলে শোনা গেছে। এর আগে এই ফোনটি গত আগস্ট মাসে লঞ্চ হওয়ার কথা ছিল। এরপর ডিসপ্লে ম্যানুফ্যাকচারারের পরিবর্তনের জন্য ফোনের লঞ্চ পিছিয়ে দেওয়া হয়।

OnePlus Open এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: OnePlus Open ফোনে 7.8-ইঞ্চির AMOLED 2K ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেটে কাজ করতে পারে। ফোনটির আউটার সাইডে 6.3 ইঞ্চির AMOLED স্ক্রিন থাকবে বলে আশা করা হচ্ছে। এই ডিসপ্লেও 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট দেওয়া হতে পারে। এর সঙ্গে এই ফোনে গ্রাফিক্সের জন্য অ্যাড্রিনো জিপিইউ থাকতে পারে।
  • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 16GB পর্যন্ত RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই সেটআপে 48MP প্রাইমারি সেন্সর, 48MP সেকেন্ডারি লেন্স এবং 64MP তৃতীয় লেন্স থাকতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32MP এবং 20MP যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,800mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং ফিচার থাকবে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং অক্সিজেন ওএস 13.1 এ কাজ করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here