শীঘ্রই আসতে চলেছে 11 ইঞ্চির স্ক্রিন সহ OnePlus Tablet, জেনে নিন বিস্তারিত

সম্প্রতি ওয়ানপ্লাস তাদের OnePlus Pad 2 ট্যাবলেট ভারতে লঞ্চ করেছিল। এই ট্যাবলেটটি 40,999 টাকা দামে সেল করা হচ্ছে। এবার শীঘ্রই কোম্পানির পক্ষ থেকে আরও একটি নতুন ট্যাবলেট গ্লোবাল বাজারে পেশ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়াল কোনো তথ্য জানা যায়নি। তবে চীনের টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের মাধ্যমে এই বিষয়ে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে।

OnePlus tablet এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিজিটাল চ্যাট স্টেশন চীনের মাইক্রো সাইট ওয়েইবোর মাধ্যমে আপকামিং ট্যাবলেটের তথ্য শেয়ার করেছে। এই ল্যাপটপটি OnePlus Tablet Standard Edition নামে আসতে চলেছে।
  • লিক অনুযায়ী আপকামিং ওয়ানপ্লাস ট্যাবলেটে 2.8K রেজোলিউশন সাপোর্টেড 11.6 ইঞ্চির বড় স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট দেওয়া হবে।
  • ওয়ানপ্লাসের নতুন ট্যাবলেটটি MediaTek Dimensity 8350 চিপসেট সহ লঞ্চ করা হতে পারে। এই একই প্রসেসর OPPO Pad 3 ট্যাবলেটে এবং OPPO Reno 13 স্মার্টফোনের সিরিজে দেওয়া হয়েছে।
  • ফটোগ্রাফির জন্য OPPO Pad 3 ট্যাবলেটির মতোই আপকামিং ট্যাবলেটের ব্যাক এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে।
  • পাওয়ার ব্যাকআপের জন্য আপকামিং OnePlus tablet ট্যাবলেটে বড় 9,520mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • দ্রুত চার্জ করার জন্য ট্যাবলেটটিতে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি আপকামিং ওয়ানপ্লাস ট্যাবলেটের লঞ্চ ডেট ও অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। তবে প্রকাশ্যে আসা এই ডিটেইল অনুযায়ী আপকামিং ট্যাবলেটটি OPPO Pad 3 ট্যাবলেটের রিব্র্যান্ডিং ভার্সন হতে পারে।

এখনও পর্যন্ত আপকামিং ট্যাবলেটের দাম সম্পর্কে জানা না গেলেও, বাজারে উপস্থিত OPPO Pad 3 ট্যাবলেটটি চীনে 8GB RAM + 256GB স্টোরেজ অপশন CNY 2,399 অর্থাৎ প্রায় 28,000 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। আসন্ন ওয়ানপ্লাস প্যাড সম্পর্কে অন্যান্য তথ্য প্রকাশ্যে আসলেই আপডেট করে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here