ভারতে লঞ্চ হল OnePlus Pad Go ট্যাবলেট, কম দামে পাওয়া যাবে দুর্দান্ত স্পেসিফিকেশন

Highlights

  • দুটি স্টোরেজ অপশনে লঞ্চ হল OnePlus Pad Go।
  • 12 অক্টোবর থেকে এই ট্যাবলেট প্রিঅর্ডার করা যাবে।
  • 20 অক্টোবর দুপুর 12টা থেকে সেল করা হবে এই ডিভাইস।

ভারতে তাদের ট্যাবলেট পোর্টফোলিও বাড়িয়ে OnePlus নতুন OnePlus Pad Go লঞ্চ করেছে। এতে 8GB RAM, 256জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ, ওয়াইফাই এবং মোবাইল ডেটা কানেক্টিভিটি, 8000 এমএএইচ ব্যাটারি, 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের মতো বেশ কিছু আকর্ষণীয় ফিচার দেওয়া হয়েছে। এই পোস্টে লেটেস্ট OnePlus Pad Go এর দাম, সেল, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে সমস্ত তথ্য জানানো হল।

OnePlus Pad Go এর দাম এবং সেল

  • কোম্পানির পক্ষ থেকে বাজারে OnePlus Pad Go ট্যাবলেট দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এতে 8GB RAM এর সঙ্গে 128GB এবং 256GB স্টোরেজ দেওয়া হয়েছে।
  • ট্যাবলেটের 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের LTE ও ওয়াইফাই মডেল 21,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ডিভাইসের শুধুমাত্র ওয়াইফাই মডেলের দাম রাখা হয়েছে 19,999 টাকা।
  • একইভাবে 256GB স্টোরেজ সহ এই ট্যাবলেটের LTE ও ওয়াইফাই মডেলটি 23,999 টাকা দামে সেল করা হবে। এর শুধুমাত্র ওয়াইফাই মডেল লঞ্চ করা হয়নি।
  • মার্কেটে OnePlus Pad Go শুধুমাত্র টুইন মিন্ট কালারে পেশ করা হয়েছে।
  • আগামী 12 অক্টোবর দুপুর 12টা থেকে কোম্পানির ওয়েবসাইট এবং আমজন ইন্ডিয়ার মাধ্যমে এই ট্যাবলেট প্রি-অর্ডার করা যাবে।
  • প্রি-অর্ডার অফার অনুযায়ী ইউজারদের 1,399 টাকা দামের ফোলিও কভার দেওয়া হবে।
  • এছাড়া 20 দুপুর 12টা থেকে OnePlus Pad Go এর সেল শুরু হবে।

OnePlus Pad Go এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: OnePlus Pad Go ট্যাবলেটে 2408 x 1720 পিক্সেল রেজলিউশ্ন সাপোর্টেড 11.35 ইঞ্চি এলসিডি (এলটিপিএস) ডিসপ্লে রয়েছে। এটি 90 হার্টস রিফ্রেশরেট, 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 400 নিটস ব্রাইটনেসে কাজ করে।
  • প্রসেসর: OnePlus Pad Go তে মিডিয়াটেক হেলিও G99 চিপসেট যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: এই ট্যাবলেটে 8GB LPDDR4X RAM + 256GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া কার্ড ব্যাবহার করে এর স্টোরেজ 1টিবি পর্যন্ত বাড়ানো যায়।
  • ক্যামেরা: এতে ফটোগ্রাফির জন্য EIS সাপোর্টেড 8MP রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ট্যাবলেটে 33W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 8,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
  • ওএস: এই ডিভাইস অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং OxygenOS 13.2 এ কাজ করে।
  • অন্যান্য: এতে ব্লুটুথ v5.2, ইউএসবি টাইপ সি পোর্ট, ওয়াইফাই 2.GHz ব্যান্ড, ফেস আনলক, জিওম্যাগনেটিক সেন্সর, লাইট সেন্সর এবং এক্সেলেরেশন সেন্সরের মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here